পুরো ‘বকুল কথা’র ‘কপি পেস্ট’, গাঁটছড়ার নতুন প্রোমো দেখে তোলপাড় সোশ্যাল মিডিয়া

স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক গাঁটছড়ার (Gantchhora) নতুন প্রোমো (New Promo) এল প্রকাশ্যে। ধারাবাহিকের সাম্প্রতিকতম পর্ব অনুসারে ঋদ্ধিমানের সঙ্গে দ্যুতির বিয়ের কথাবার্তা চলছে। তবে দ্যুতির পছন্দ ঋদ্ধিমান নয়, তার ভাই রাহুলকে। ঋদ্ধিমানের ভাই রাহুলের অভ্যেস দাদার পছন্দকে ছিনিয়ে নিজের করে নেওয়া। জামা হোক, ঘড়ি কিংবা প্রেমিকা, ঋদ্ধিমানের পছন্দ ছিনিয়ে নিতে সিদ্ধহস্ত রাহুল।

রাহুলের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে দ্যুতি। জীবনসঙ্গী হিসেবে সে রাহুলকেই বেছে নেয়। ঋদ্ধিমানকে দ্যুতির নজরে অপদার্থ প্রমাণ করার কোনও কসরত বাকি রাখেনি রাহুল। প্রথম ডেটে ঋদ্ধির বদলে রাহুলকেই পছন্দ করে ফেলে দ্যুতি। এমন পর্ব চলাকালীনই প্রকাশ্যে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। সটান ঋদ্ধিমান এবং দ্যুতির বিয়ের আসরের দৃশ্য তুলে ধরা হয়েছে। ঋদ্ধিমানের প্রথম পছন্দ দ্যুতি। কাজেই ছেলের পছন্দকে তড়িঘড়ি বাড়ির বউ করে আনতে বিয়ের তোড়জোড় শুরু হয়। এদিকে দ্যুতি এবং ঋদ্ধিমানের বিয়ে ভেস্তে দেয় রাহুল।

রাহুলের প্ররোচনায় পা দিয়ে বিয়ের দিন সকলের নজর এড়িয়ে রাহুলের সঙ্গে পালিয়ে যায় দ্যুতি। এদিকে বিয়ের সময় উপস্থিত হলে বরযাত্রীরা এসে হাজির বাড়িতে। সমাজে নিজেদের আত্ম সম্মান রক্ষার্থে দ্যুতি-খড়ির মা খড়িকেই বউ সাজিয়ে ঋদ্ধিমানের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। প্রোমোতে দেখা যাচ্ছে দ্যুতি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবর পেতেই খড়ির মা আত্মহত্যার চেষ্টা করেন। মেয়ে খড়িকে তিনি শর্ত দিলেন, “হয় তুই দ্যুতির জায়গায় কনের সাজে মণ্ডপে যাবি, নয়তো আমার মরা মুখ দেখবি”! মায়ের শর্তে বিপাকে পড়ে যায় খড়ি। তবে দর্শকদের বিশ্বাস এবার খড়ি বাধ্য হয়েই ঋদ্ধিমানকে বিয়ে করতে রাজি হয়ে যাবে।

   

ধারাবাহিকের এই প্রোমো দেখে দর্শকদের কারও কারও দাবি ঘুরে ফিরে একই গল্প দেখানো হচ্ছে গাঁটছড়াতে। তবে ধারাবাহিকের এই টুইস্ট ঘিরে দর্শকমহলে উন্মাদনা তুঙ্গে। আগামী ১২-১৪ ই জানুয়ারি ঋদ্ধিমান এবং খড়ির বিবাহ স্পেশাল পর্বের সম্প্রচার হবে। মা এবং দিদির পছন্দ হলেও ঋদ্ধিমানকে পছন্দ নয় খড়ির। তাকে বড়লোকবাড়ির বদমেজাজী ছেলে হিসেবেই চিনেছে সে। শেষমেষ ভাগ্যের ফেরে তাকেই বিয়ে করতে হচ্ছে খড়িকে‌। ঋদ্ধিমানের সঙ্গে খড়ির গাঁটছড়া যে পূর্ব নির্ধারিত!

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি সম্প্রচারিত হবে খড়ি-ঋদ্ধিমানের এই টুইস্টে ভরপুর বিয়ের গল্প। যদিও প্রমো দেশে দর্শকদের নানান মত। কেউ বলছেন, ‘ঘুরে ফিরে সেই এক গল্প’। কেউ কেউ আবার একথা বিশ্বাস করতে পারছেন না এতো জলদি ঋদ্ধিমান আর খড়ির বিয়েটা হয়ে যাবে।