কবে শুরু হচ্ছে দুর্গা পুজো? মহালয়া কবে ? কবে মহাষষ্ঠী? দেখে নিন এবছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট

এই বছর দুর্গাপুজো শুরু হচ্ছে কবে? রইল দুর্গাপূজা ২০২৩ এর নির্ঘণ্ট

Durga Puja 2023 Date And Time : পুজোর বাদ্যি বেজে গিয়েছে ! এই মুহূর্তে বাংলা জুড়ে সাজো সাজো রব। তাই গোটা বাংলা জুড়েই রয়েছে উৎসবের আমেজ! শিউলি ফুলের গন্ধ আর কাশের দোলা ইতিমধ্যেই জানান দিচ্ছে মা আসছে। হাতের কর গুনতে গুনতেই হুড়মুড়িয়ে এসে পড়বে বাঙালির প্রাণের উৎসব। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! তারপরেই ঘরের মেয়ের ঘরে ফেরার পালা। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো (Durga Puja) -র কাউন্টডাউন।

Durga Puja 2023

দুর্গাপুজো যেমন মহালয়া ছাড়া অসম্পূর্ণ তেমনি মহালয়াও কিন্তু ভোরের ঘুম ঘুম চোখে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী ছাড়া একেবারে বেমানান। এটাই প্রত্যেক বাঙালির বহু বছরের অভ্যাস। এই মহালয়া থেকেই প্রতিবছর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুভ সূচনা হয় দেবী পক্ষের। বাংলা পঞ্জিকা মতে আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠীতে রীতি মেনে পালিত হবে মায়ের বোধন। চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর। জানা যাচ্ছে এবছর মহালয়ার অমাবস্যাতেই রয়েছে গ্রহণ। চলুন  দেখে নেওয়া যাক পঞ্জিকা মতে চলতি বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট, সন্ধিপুজোর সময় ও তারিখ থেকে দেবীর আগমন এবং গমনের বাহন।

DURGA PUJA 2023

মহাপঞ্চমী-   ১৯ অক্টোবর (১লা কার্তিক) বৃহস্পতিবার, মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২রা কার্তিক) শুক্রবার, মহাসপ্তমী- ২১ অক্টোবর, (৩ রা কার্তিক) শনিবার, মহাঅষ্টমী – ২২ অক্টোবর,(৪ ই কার্তিক) রবিবার। পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে এবছর সন্ধিপুজোর সময় পড়েছে – ২২ অক্টোবর বিকেল ৪ টে ৫৪ মিনিট থেকে ৫.৪২ মিনিটের মধ্যে। তাই পঞ্জিকা অনুযায়ী বলিদান সেরে ফেলতে হবে বিকাল ৫. ১৮ মিনিটের মধ্যে। এই সময়ক্ষণ শেষ হচ্ছে ৫.৪২ মিনিটে।

মহানবমী- ২৩ অক্টোবর, (৫ই কার্তিক) সোমবার, বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ই কার্তিক) মঙ্গলবার, এছাড়া এবছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে  ১০ কার্তিক অর্থাৎ ২৯ অক্টোবর রবিবার প্রসঙ্গত এবছর সপ্তমী পড়েছে শনিবার। তাই এবার মা দুর্গা আসছেন ঘোড়ায় চেপে।

DURGA PUJA 2023

আরও পড়ুন : মহালয়ার মহাচমক! জি বাংলা, স্টার জলসায় কারা হবেন দেবী দুর্গা? মিলল বড় আপডেট

শাস্ত্র অনুযায়ী এর ফল ‘ছত্রভঙ্গ তুরঙ্গমে’ অর্থাৎ সামাজিক রাজনৈতিক সামরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তার ফলে রাজায় রাজায় যুদ্ধ বাঁধে। সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা হয়, যাকে এক কথায় বলা হয় ছত্রভঙ্গ। অন্যদিকে এবছর দশমীও পড়েছে মঙ্গলবার। যার ফলে দেবীর আগমন এবং গমন ঘটবে একই বাহনে অর্থাৎ ঘোড়াতেই কৈলাসে গমন করবেন দেবী। দেবীর আগমন একই বাহনে হাওয়া নাকি অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন : ১ লা অক্টোবর থেকে বদলে যাবে ভাগ্য, পুজোর আগেই সুখবর পাবেন এই ৩ রাশি