‘গোপনাঙ্গে ঘুষি মারত!” প্রখ্যাত প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক ‘দুপুর ঠাকুরপো’র ফুলওয়া বৌদি

প্রেমিকের হাতে শারীরিক মানসিক হেনস্থার শিকার, বিখ্যাত প্রযোজকের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ ফ্লোরা সাইনির

বিষাক্ত সম্পর্ক জীবন বিষিয়ে তোলে। কখনও কখনও অত্যাচারের মাত্রা এতটাই প্রবল হয়ে যায় যে ঘুরে দাঁড়ানো ছাড়া আর একটাই উপায় বাকি থাকে, তা হল মৃত্যু। প্রখ্যাত অভিনেত্রী ফ্লোরা সাইনিও (Flora Saini) এরকমই এক বিষাক্ত সম্পর্কের শিকার ছিলেন। ‘দুপুর ঠাকুরপো’ (Dupur Thakurpo) সিরিজের ফুলওয়া বৌদি সম্প্রতি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়।

অভিনেত্রীর অভিযোগের আঙুল এক বিখ্যাত প্রযোজকের দিকে। প্রায় এক বছরের বেশি সময় ধরে তিনি প্রযোজক গৌরাঙ্গ দোশীর সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন বলে জানিয়েছেন। কিন্তু সম্পর্কে থাকাকালীন তার প্রেমিক তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতেন। এমনকি তিনি তাকে মারধর করতেন, গোপনাঙ্গে ও মুখে ঘুষিও মেরেছেন। প্রযোজকের মুখোশ খুলে দিলেন অভিনেত্রী।

flora saini

ফ্লোরা জানিয়েছেন তার প্রাক্তন প্রেমিক তাকে মানসিক এবং শারীরিকভাবে টানা ১৪ মাস অত্যাচার করেছেন। এর আগেও তিনি এই সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ংকর কালো অধ্যায় সবার সামনে তুলে ধরলেন। ব্যক্তিগত জীবন অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ফ্লোরা জানিয়েছেন তার বয়স যখন মাত্র ২০ বছর তখন তিনি এই সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তিনি বলেছেন, “আমি প্রেমে পড়েছিলাম। এক বিখ্যাত প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। কিন্তু দ্রুত সব পাল্টে গেল। ও ভীষণ অত্যাচারী ছিল। আমার মুখে, গোপনাঙ্গে ঘুষি মারত। আমার ফোন কেড়ে নিত, বাধ্য করত কাজ ছেড়ে দিতে। একদিন আমার পেটে সজোরে ঘুষি মারে। ব্যাস সেদিন আমি পালিয়ে আসি।”

flora saini

ফ্লোরা জানিয়েছেন তিনি তার বাবা-মায়ের কাছে ফিরে গিয়েছিলেন। তবে এই ট্রমা থেকে বেরিয়ে আসতে তার অনেক সময় লেগেছিল। তিনি আরও বলেছেন, “ধীরে ধীরে আমি আমার জীবনের ছন্দে ফিরে আসতে থাকি। আমি যেটা সবথেকে ভালবাসি সেই অভিনয়ের কাছে ফিরে আসি। আজ আমি খুশি। আমি নতুন করে ভালবাসা খুজে পেয়েছি”।

flora saini 1

ফ্লোরা এই ভিডিওটি নেট দুনিয়ায় শেয়ার করতেই সেটা দেখে শোরগোল শুরু হয়ে গিয়েছে। অভিনেত্রী তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “জীবনে কেবল সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আর জীবনের সেরা কিছু আশীর্বাদ সব থেকে বড় কিছু শিক্ষার সঙ্গেই আসে। জীবনের ম্যাজিকের উপর থেকে আস্থা হারাবেন না। আমি রূপকথায় বিশ্বাসী”