অভাব যাবে না, পথের ভিখিরি করে ছাড়বে, তুলসী গাছের পাশে ভুলেও লাগাবেন না এই গাছ

হিন্দু শাস্ত্র (Hindu scriptures) অনুযায়ী, তুলসি গাছের (Tulsi tree) গুরুত্ব যথেষ্ট বেশি। তুলসি গাছকে খুব শুভ ভাবা হয়। তাই বাড়িতে তুলসি গাছে থাকলে প্রতিদিন জল নিবেদন করা উচিত। তুলসি গগাছে জল নিবেদন করাও একটি শুভ কাজ। তুলসি গাছের এত গুরুত্বপূর্ণ বলে বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) এই গাছটিকে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। তবে তুলসি গাছ লাগানোর সময় অনেক বিষয় সতর্ক থাকতে হয়।

বিভিন্ন হিন্দু শাস্ত্রে লেখা রয়েছে যেখানে তুলশি গাছ যেখানে লাগানো হবে সেখানে বিশেষ কয়েকটি গাছ লাগানো যাবে না। কারণ এই গাছগুলো যদি সেখানে লাগানো হয় তাহলে শুভ নয়, অশুভ কিছু ঘটনা ঘটতে পারে। তাই এই গাছগুলো কখনও তুলসি গাছের সামনে লাগানো যাবে না। এই গাছগুলোর নাম দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।

CACTUS

ক্যাকটাস গাছ (cactus tree): অনেকের বাড়িতেই ক্যাকটাস থাকে। কিন্তু কখনও তুলসি গাছের কাছকাছি ক্যাকটাস গাছ রাখা যাবে না। শাস্ত্র অনুযায়ী, ক্যাকটাস গাছ হল রাহুর প্রতীক। এই জন্য তুলসি গাছের সামনে ক্যাকটাস লাগালে ঘরে নেতিবাচকতা আসে।

কাঁটাযুক্ত গাছ (thorn tree): ক্যাকটাসের মতো তুলসি গাছের সামনে কোনও কাঁটাগাছও রাখা যাবে না। কারণ তুলশি গাছের সামনে যে কোনও কাঁটা গাছ রাখলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বিস্তার হয়। তাই কখনও এই কাজ করা উচিত নয়।

shami tree

শমী গাছ (shami tree): ভুলেও কখনও শমী গাছ তুলসি গাছের সামনে লাগানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, তুলসি গাছ লাগালে তার থেকে প্রায় ৪-৫ ফুট দূরে শমী গাছ লাগাতে হবে। এই জন্য এই বিষয়ে যতটা সম্ভব এড়িয়ে চলাই সকলের জন্য ভালো।

BIG TREE

এছাড়াও তুলসি গাছের সামনে বড় ছায়াযুক্ত গাছ লাগাতে নেই। কারণ এই ধরনের ঘন-কান্ডের ছায়াযুক্ত গাছ লাগালে তুলসি গাছের বৃদ্ধি আটকে যায়। সেই জন্য কখনও ভুল করেও তুলসি গাছের সামনে এই ধরনের গাছ লাগানো উচিত নয়।