রূপে বলিউড নায়িকাদের ১০ গোল দেন, রইল ভারতের সবথেকে সুন্দরী IPS অফিসারের পরিচয়

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় কোন না কোনও মহিলা আইপিএস অফিসারের ছবি ভাইরাল হতে দেখেছি। এদের মধ্যে কাউকে দেখতে খুব সুন্দর আবার কেউ পড়াশোনায় খুব ভালো। সম্প্রতি তেমনি এক আইপিএস অফিসারের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার সম্পর্কে জানলে অনেকেই অবাক হবেন। ইনি হলেন আইপিএস অফিসার নভজ্যোত সিমি (Navjot Simi)

   

ভারতের লক্ষ লক্ষ ছেলে-মেয়ে প্রতিবছর ‘ইউপিএসসি’ (UPSC) পরীক্ষায় বসেন। কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করে নিজের কেরিয়ার গড়তে পারে। তাদের মধ্যেই একজন হলেন নভজ্যোত সিমি। বর্তমান সময় বিহারের রোহতাস জেলার দেহরি অন সোন-এ ‘এসিপি’ হিসেবে কর্মরত নভজ্যোত সিমি।

Navjot Simi

দু’বছর আগে তিনি বিয়েও করেছেন। ২০২০ সালে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার মহকুমাশাসক তুষার সিংলাকে বিয়ে করেছিলেন তিনি। তুষার নিজেও একজন ‘আইএএস’ অধিকারী। ছোটবেলা থেকেই নভজ্যোতের স্বপ্ন ছিল ‘আইপিএস’ অফিসার হওয়ার। মোট দু’বার ‘ইউপিএসসি’ পরীক্ষা দিয়েছিলেন। প্রথমবারে পাশ করতে পারেননি।

দ্বিতীয়বারে তিনি পাশ করেছেন। সারা দেশের মধ্যে তিনি ৭৩৫তম স্থান অর্জন করেছেন। তবে তিনি শুধু মাত্র‌ একজন আইপিএস অফিসার নন, পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক। ‘আইপিএস’ পরীক্ষায় বসার আগে তিনি ডাক্তারি নিয়ে পড়াশোনা শেষ করেছেন। নভজ্যোত আসলে পঞ্জাবের বাসিন্দা। ১৯৮৭ সালের ২১ ডিসেম্বর তিনি পঞ্জাবের গুরুদাসপুরে তিনি জন্মে ছিলেন।

Navjot Simi

তার বাবা ছিলেন ইউনিয়ন ব্যাঙ্কের অফিসার। তারা বাবা-মা সব সময় তার পাশে ছিলেন সেই কারণেই এত বড় পরীক্ষায় পাশ করতে পেরেছেন তিনি। বর্তমানে তার মাসিক বেতন প্রায় ৬৭ হাজার। এছাড়াও বাড়ি, গাড়ির চালক ও সরকারি সকল সুযোগ সুবিধা তিনি পান ‘আইপিএস’ অফিসার হিসেবে।

Navjot Simi

তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। মাঝে মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন। সেই ছবিগুলি খুব ভাইরাল হয়। অনেকেই তার রূপ দেখে মুগ্ধ হয়েছেন। নেটিজেনরা তার সৌন্দর্যের প্রশংসায় করেন তার ছবির কমেন্ট বক্সে।