ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হ্ন কোরোনা ভাইরাস কে বিশ্বের মহামারী বলে ঘোষণা করে দিয়েছে। সারা বিশ্বে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত লাখেরও বেশী। ভারতেও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ এবং শুরু হয়ে গেছে মৃত্যু। আতঙ্কে মানুষ যে কোনো উপায় নিজেকে বাঁচাতে চান আর সেক্ষেত্রে মাস্কের ওপর ভরসা রাখছেন মানুষেরা।
কিন্তু সমস্যা সেখানেও। বাজারে অতিরিক্ত বিক্রির ফলে প্রায় উধাও এই মাস্ক। ওষুধের দোকান ঘুরে ঘুরেও মিলছেনা মাস্ক। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষেরা। একটা উপায় আছে। আপনি নিজেও বানিয়ে নিতে পারেন মাস্ক। দেখে নিন কিভাবে নিজেই এই মাস্ক বানিয়ে ব্যাবহার করতে পারবেন।
Home made Corona virus preventive masks
Try this if you don't have mask..
🙏🏾🐯👍🏾 pic.twitter.com/Pca6xOGlHv
— Mushtaq Ansari 🇮🇳#PotholeWarriors (@MushtaqAnsari80) March 14, 2020
দু টুকরো সুতির কাপড় নিন যার প্রত্যেকটি ৪ ইঞ্চি। একটি কাপড় কে আরেকটার সাথে সেলাই করুন এবং আধ ইঞ্চি পর পর কাপড়টি ভাজ করুন যাতে তার আকার টি মাস্কের মতন হয়। এবার এই মাস্কের দুই পাশে রাবার লাগিয়ে নিন।
মাস্ক তৈরি করা নিয়ে ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ মানুষের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে ফেস মাস্ক। টিস্যু পেপার, রাবার ব্যান্ড ও স্টেপলার দিয়ে সহজেই কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলা হচ্ছে ফেস মাস্ক।
আরও পড়ুন :- করোনা ভাইরাস ছড়াল কীভাবে, প্রকাশ্যে এল নতুন তথ্য
Home made Corona virus preventive masks
Try this if you don't have mask.. pic.twitter.com/Q0iObf5t6i
— BanglaXp Official (@BanglaXpBengali) March 16, 2020
আরও পড়ুন :- করোনা রুখতে রাজ্যে লাগু হল নতুন আইন, কি রয়েছে এই আইনে
মাস্কের ঘাটতি মেটাতে ঘরে বসে মাস্ক বানানোর এমন নানান ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তুলে ধরেছেন ভারতের প্রথম সারির একজন অন্যতম উদ্যোগপতি আনন্দ মাহিন্দ্রা।
Voila. No more shortage of masks?? And I thought Indians were the masters of jugaad! 😊 pic.twitter.com/67mLgSo0Od
— anand mahindra (@anandmahindra) March 11, 2020
আরও পড়ুন :- সর্দি জ্বর আর করোনা জ্বরের পার্থক্য, করোনা জ্বর হয়েছে বুঝবেন কীভাবে
দেশের প্রথমসারীর অন্যতম এই উদ্যোগপতি টুইটারে লেখেন, “আমার মনে হয় না এখন থেকে আর মুখোশ সঙ্কট দেখা যাবে। জোগার করে কাজ চালাতে ভারতীয়রা ওস্তাদ!” টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, একজন মহিলা ফেসমাস্ক তৈরি করছে। ঘরেই পাওয়া যায় এমন উপকরণ– টিস্যু পেপার রোল, দুটো ইলাস্টিক রাবার ব্যান্ড আর স্টেপলার’ দিয়ে তৈরি করা হচ্ছে ওই মুখোশ।