দীপাবলীর রাতে প্রদীপ জ্বালানো হয় কেন? জানুন দীপাবলীর অজানা কাহিনী

দীপাবলীর রাতে প্রদীপ জ্বালানোর পেছনে রয়েছে এই ইতিহাস, ৯৯% মানুষ জানেন না

Diwali 2023 : ধনতেরাস দিয়ে শুরু হয় পাঁচদিনের এই দীপাবলি (Deepavali) উত্‍সব। এই উত্‍সব হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্‍সব। এ বছর দীপাবলি উত্‍সব পালিত হবে আগামী ১২ অক্টোবর, রবিবার। ধনতেরাসের দিন থেকে দীপাবলি (Diwali) পর্যন্ত, সন্ধ্যায় প্রদোষকালের সময় বাড়ির ভিতরে ও বাইরে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। কিন্তু জানেন কী এই প্রদীপ জ্বালানোর নিয়ম নিয়ে বেশ কিছু কাহিনী আছে। চলুন জেনে নিই সেই সমস্ত প্রচলিত কাহিনীগুলো।

হিন্দুধর্মে আলো তাৎপর্যপূর্ণ, কারণ আলো পবিত্রতা, সদগুণ, সৌভাগ্য এবং পরাক্রমকে সূচিত করে। আলোর উপস্থিতি অর্থাৎ অন্ধকার এবং অপশক্তির অনুপস্থিতি। যেহেতু, দীপাবলি অমাবস্যার রাতে পালন করা হয় তাই চারদিকে নিকষ অন্ধকার থাকে আর এই অন্ধকার থেকে মুক্তি পেতে মানুষ সর্বত্র লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখে।

Diwali 2023

দীপাবলিতে, প্রতিটি বাড়ি তেল বা ঘি-এর প্রদীপ, মোমবাতি ও ইলেক্ট্রিক লাইট দিতে সাজানো হয়। প্রথাগতভাবে, মাটির প্রদীপে তুলোর তৈরী সলতে দিয়ে বেশিরভাগ বাড়ি-ঘর আলোকিত করা হয়ে থাকে। যদিও এই পরিবর্তনশীল আধুনিক সময়ে অনেক ঘরেই মোমবাতি মাটির প্রদীপের জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু এই প্রদীপ জ্বালানো নিয়ে রামায়ণ থেকে মহাভারত নিয়ে কিছু কাহিনি উল্লেখ আছে।

রামায়ণ অনুসারে দীপাবলির কাহিনী

রামায়ণ কাহিনী অনুসারে : ভারতের উত্তর অংশে, বিখ্যাত আখ্যান অনুযায়ী, এটি সেই সময় যখন ১৪ বছর নির্বাসনের পর প্রভু রাম তার স্ত্রী ও ভাইকে সাথে নিয়ে অযোধ্যা ফিরে এসেছিলেন। মানুষ প্রদীপ জ্বালানোর মাধ্যমে তাদের রাজার প্রত্যাবর্তন উদযাপন করেছিলেন। এইভাবেই, দীপাবলিতে প্রদীপ জ্বালানোর ঐতিহ্য প্রচলিত হয়ে আসছে।

Diwali 2023

মহাভারত অনুসারে দীপাবলির কাহিনী

মহাভারত কাহিনী অনুসারে : নরকাসুর ১৬,০০০ নারীকে বন্দী করেছিলেন। তখন তাকে বধ করে এই ১৬০০০ নারীকে উদ্ধার করেছিলেন কৃষ্ণ। আর তাদের সবাইকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি।এদিকে দীপাবলির দিন বধ হয়েছিল নরকাসুর। আর তিনি চেয়েছিলেন তার মৃত্যু দিনটি ধুমধাম করে পালন হক। তখন থেকেই এই ভাবে দীপাবলি পালন হয়ে আসছে।

আরও পড়ুন : মা কালী নগ্ন কেন? কেন নগ্নরূপে পূজিত হন মা কালী?

Diwali 2023

আরও পড়ুন : মা কালীর ১১ রূপের রহস্য কী? মায়ের কোন রূপের কী মাহাত্ম্য?

এই একটি কাহিনী নয় মহাভারতেরই অন্য এক কাহিনী এই দীপাবলির প্রদীপ জ্বালানো নিয়ে প্রচলিত আছে। সেই কাহিনী থেকে জানা যায়, মহাভারতের কাহিনী অনুসারে ১২ বছর বনবাস ও ১ বছরের অজ্ঞাতবাসে ছিলেন পঞ্চ পাণ্ডব আর কুন্তি। এই বনবাস শেষ করে যখন তারা হস্তিনাপুরে ফেরে তখন তাদের আলো জ্বালিয়ে স্বাগত জানানো হয়েছিল। অন্যদিকে, জৈন ধর্ম থেকে জানা যায়, এই ধর্মের জনক মহাবীর এই দীপাবলিতেই নির্বাণ লাভ করেছিলেন। তাই এইভাবে প্রদীপ জ্বালানো হয়ে থাকে।