কেটে গিয়েছে ২৮ বছর, দিব্যা ভারতী-র মৃত্যু আজও রহস্যে মোড়া

বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নব্বইয়ের দশকের অভিনেত্রী দিব্যা ভারতী। রুপোলী দুনিয়ায় দিব্যা ছিলেন এক উজ্জ্বলতম নক্ষত্র যার রূপের ছটা আট থেকে আশি সকলেই মুগ্ধ করেছিল। শুধু সৌন্দর্য নয়, দিব্যার অভিনয় দক্ষতাও দর্শকদের নজর কেড়েছিল। অতি অল্প সময়ের মধ্যেই বলিউডে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি।

বলিউডের দিব্যার আগমন ঘটেছিল যেন ধূমকেতুর মতো। অতি কম সময়ের মধ্যেই বলিউডের আকাশে ছেয়ে গিয়েছিলেন তিনি। তার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা তৎকালীন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে শুরু করেছিল। তবে কেরিয়ারের শীর্ষে ঘটে গেল অঘটন যা আজও দিব্যার অনুরাগীদের মনে কষ্ট দেয়। ধূমকেতুর মতোই গ্ল্যামার দুনিয়ার আকাশ থেকে মিলিয়ে গেলেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সে মুম্বাইয়ের একটি পাঁচ তলা বিল্ডিং থেকে পড়ে মারা যান দিব্যা ভারতী। তাঁর মৃত্যু আজও রহস্যের আড়ালেই থেকে দিয়েছে। দিব্যার মৃত্যুর পর তাঁর মৃত্যু রহস্য নিয়ে বহু গুঞ্জন উঠেছিল বি-টাউনে।

দিব্যার মৃত্যু দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি খুন? এই প্রশ্নের জবাব আজও মেলেনি। তবে সিনে অনুরাগীদের মনে আজও বিরাজ করছেন দিব্যা ভারতী। ১৯৯৩ সালের ৫ই এপ্রিল, দিব্যা ভারতীর মৃত্যুর সংবাদ পেয়েছিলেন অনুরাগীরা। এবছর তাঁর মৃত্যুর ২৮ বছর পূর্ণ হল।

২৮ বছর পরেও দিব্যার মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করছেন আপামর ভারতবাসী। দিব্যা ভারতীর মৃত্যু প্রসঙ্গে উঠে এসেছিল খুনের তত্ত্ব। যেখানে অনুরাগীরা দিব্যাকে খুন করার অভিযোগ তুলেছিলেন তাঁর স্বামী সাজিদ নাদিওয়াদওয়ালার উপর।

আবার অনুরাগীদের একাংশের দাবি ছিল মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরেই আত্মঘাতী হয়েছিলেন অভিনেত্রী। তবে প্রত্যক্ষদর্শিরা অবশ্য তাঁর মৃত্যুর পেছনে দুর্ঘটনাটার তত্ত্বই তুলে ধরেছেন। এমনকি চিকিৎসকেরাও অভিনেত্রীর ডেথ সার্টিফিকেটে অস্বাভাবিক মৃত্যুর কথাই লিখেছেন।