আমির খানের এই কীর্তিতে শৌচালয়ে কেঁদে ভাসিয়েছিলেন দিব্যা ভারতী, জানেন কী ঘটেছিল?

আমির খানের এই কাজে শৌচালয়ে কেঁদে ভাসিয়েছিলেন দিব্যা ভারতী, কী ঘটেছিল জানলে চমকে যাবেন

Divya Bharti Cried For Aamir Khan`s Bad Behavior : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে দুই নায়ক কিংবা দুই নায়িকার মধ্যে রেষারেষি নতুন কিছু নয়। তবে কিছু কিছু নায়ক-নায়িকার মধ্যেও সম্পর্কটা ভাল নয় মোটেই। তাদের মধ্যে দুজন হলেন আমির খান এবং দিব্যা ভারতী। ৯০ এর দশকে এই দুই সুপারস্টারের মধ্যে এমন কিছু ঘটেছিল যে কারণে গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে যায়। আমিরের বিরুদ্ধে মুখ খোলেন দিব্যা।

মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রেখেই কার্যত একজন সেরা অভিনেত্রী হয়ে উঠেছিলেন দিব্যা ভারতী। আর আমির খান তখন সুপারস্টার। একবার একটি নাচের শো করতে লন্ডনে গিয়েছিলেন দুজনেই। সালটা ছিল ১৯৯২। কিন্তু দিব্যার সঙ্গে একই মঞ্চে নাচতে রাজি ছিলেন না আমির খান। তিনি তার জুনিয়র অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে বসেন যার ফলে বাথরুমে নিজেকে আটকে কান্নায় ভেঙে পড়েন দিব্যা।

DIBYA BHARTI

শোনা যায় পারফরমেন্সের মহড়ার সময় দিব্যা ঠিকমত নাচের স্টেপ করতে পারছিলেন না। যে কারণে আমির খান চটে যান। তিনি প্রকাশ্যেই দিব্যাকে বকে দেন। এতে মনে মনে আঘাত পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। বেশ কয়েক ঘন্টা বাথরুমে বসে অঝোরে কেঁদেছিলেন নায়িকা। এরপর এই নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন তিনি।

এই প্রসঙ্গটি উঠলে দিব্যা বলেন, “ওঁর আচরণে খুবই খারাপ লেগেছিল। উনি সিনিয়র। যদি আমরা জুনিয়ররা ভুল করি, তাহলে আমাদের বাদ দিয়ে দেওয়া হবে। ওঁর উচিত ছিল সঠিক নাচের স্টেপ দেখিয়ে দেওয়া। সিনিয়র হিসেবে আমার ভুলটা ধরিয়ে দিতে পারতেন। সিনিয়র হিসেবে আচরণ করা উচিত ছিল ওনার, একজন তারকা হিসেবে নয়।”

AAMIR KHAN AND DIVYA BHARTI

আরও পড়ুন : আত্মহত্যা নাকি খুন, দিব্যা ভারতীর মৃত্যুর রাতে কী ঘটেছিল? ৩০ বছরেও অধরা সেই রহস্য

এই প্রসঙ্গে কানাঘুষাতে সোনা গিয়েছিল আমির খানকে নাকি উপেক্ষা করেছিলেন দিব্যা ভারতী। এর ঘোর বিরোধিতা করে দিব্যা বলেন, “আমি ওকে ‘হ্যালো স্যার’ বলে সম্বোধন করেছিলাম। অবজ্ঞা করিনি।” সেই সময় অবশ্য সালমান খান দিব্যার পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি পরিস্থিতি সামলে নেন। কিন্তু ওই ঘটনার পর থেকে আমির ও দিব্যার মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যায়।

SALMAN KHAN AND DIVYA BHARTI

আরও পড়ুন : কারও পৌষ মাস, কারও সর্বনাশ, দিব্যা ভারতীর মৃত্যুতে সব থেকে বেশি লাভ হয় এই ৫ অভিনেত্রীর

দেশে ফিরেও নাকি দুই নায়ক-নায়িকার মধ্যে মিল হয়নি। ১৯৯৩ সালের ছবি ‘ডর’ এর জন্য প্রধান নায়ক বা খলনায়ক হিসেবে আমির খান এবং নায়িকা হিসেবে দিব্যা ভারতীকেই প্রথমে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু দিব্যা আছেন শুনেই তার বদলে জুহিকে নেওয়ার দাবি করেন আমির। দিব্যা ভারতীর মা মিতা অভিযোগ করেছিলেন আমির জোর করে ছবি থেকে দিব্যাকে সরিয়ে দেন।