‘করুণাময়ী রানী রাসমণি’তে (Korunamoyee Rani Rashmoni) যাত্রা শেষ হয়েছে এই কয়েকদিন আগে। নতুন রূপে, নতুন অবতারে পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। মাত্র ১৯ বছর বয়সেই ৭০ উর্ধ্ব প্রৌঢ়া রানী রাসমনির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। অভিনয় জীবনে তার এই সাফল্য নিঃসন্দেহে তাকে কেরিয়ারের পথে অনেকখানি এগিয়ে দিয়েছে। বাংলার প্রতিটি ঘরে ঘরে তিনি এখনও রানী রাসমণি হিসেবেই পরিচিত।
তবে অভিনয় জীবনের প্রয়োজনে তাকে সেই ইমেজ ভেঙে বেরোতেই হবে। হয়ে উঠতে হবে ভার্সেটাইল অভিনেত্রী। বর্তমানে তার সেই পরীক্ষাই চলছে। সম্প্রতি নতুন ওয়েব সিরিজের কাজে হাত দিয়েছেন দিতিপ্রিয়া। নতুন প্রজেক্টে নতুন চরিত্র এবং নতুন অবতারে পর্দায় ধরা দেবেন তিনি। নিঃসন্দেহে তাকে এমন চরিত্রে এর আগে দেখেননি দর্শক।
হইচই প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘তানসেনের তানপুরা’র দ্বিতীয় সিজন। এই সিজনের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া। এতদিনে অবশ্য নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে চলেছেন তিনি। যে কারণে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। এই ওয়েব সিরিজে তার চরিত্রটির নাম ‘সাজ’। শুধু বয়সের নিরিখেই নয়, এই চরিত্রটির সঙ্গে ব্যক্তি দিতিপ্রিয়ার বেশ মিল রয়েছে বলে জানাচ্ছেন অভিনেত্রী।
এ পর্যন্ত পর্দার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সুযোগ পাননি অভিনেত্রী। তবে চরিত্রের প্রয়োজনে এমন দৃশ্যে অভিনয় করতে তার কোনও আপত্তি নেই। ১৫ বছর থেকে শুরু করে ১৯ বছর পর্যন্ত, টানা ৪ বছর রানী রাসমণির চরিত্রে অভিনয় করতে করতে তিনি কার্যত চরিত্রটির মধ্যে ঢুকে গিয়েছিলেন। যে কারণে ওই চরিত্র থেকে বেরিয়ে এসে নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
অভিনেত্রী জানাচ্ছেন, এখনও পর্দার সামনে ডায়লগ বলতে গেলে রানী রাসমণির কথার টানে ডায়লগ বেরিয়ে আসতে চায় তার মুখ দিয়ে। এই সমস্যার সমাধানের জন্য বাড়িতে দীর্ঘক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে ডায়লগ বলা প্র্যাকটিস করেছেন তিনি। অবশেষে তিনি সফল হয়েছেন। দিতিপ্রিয়া এখন তার নতুন প্রোজেক্টের কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। একই সঙ্গে তার নতুন কাজে দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য তিনি ভীষণ উত্তেজিত।
উল্লেখ্য, ‘তানসেনের তানপুরা’-র এই তিন নম্বর সিজনের নাম এখনও পাকাপাকিভাবে ঠিক না হলেও ওয়ার্কিং টাইটেল হিসেবে রাখা হয়েছে ‘রুদ্রবীণার অভিশাপ’. নাম থেকেই স্পষ্ট এই সিজনেরও পরতে পরতে জড়িয়ে থাকবে থ্রিলার এবং অ্যাডভেঞ্চার। থাকবে ফেলে আসা ইতিহাসের গন্ধ। তাই এই নতুন প্রজেক্ট নিয়ে তিনি যতটা উচ্ছ্বসিত, তার অনুরাগীরাও এবার রাণীমাকে নতুন অবতারে নতুন ভাবে দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন।