

জি বাংলার (Zee Bangla) ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) চলতি সপ্তাহে থাকছে নতুন চমক। দেড় মাস পরে টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন করুণাময়ী রানী রাসমণি! ওরফে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। নাচের রিয়েলিটি শো’য়ের বিশেষ অতিথি হিসেবে আসছেন দিতিপ্রিয়া। তবে তিনি শুধু অতিথি হিসেবে নয়, রিয়েলিটি শোয়ের মঞ্চের একজন দুর্ধর্ষ পারফর্মার হিসেবেও মঞ্চ মাতাতে আসছেন। ডান্স বাংলা ডান্সের নতুন প্রোমো থেকে অন্তত তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে।
ডান্স বাংলা ডান্সের সদ্য প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে শাহরুখের ‘ছাইঁয়া ছাইঁয়া’ গানে ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপিয়ে নাচছেন দিতিপ্রিয়া। তার নাচের কিছু ঝলক দেখেই কার্যত মুগ্ধ হয়েছেন দর্শক। তারা আশা রাখছেন সম্পূর্ণ নাচটি আরও বেশি চমকদার হতে চলেছে। দিতিপ্রিয়ার নাচ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা। স্বয়ং গোবিন্দাও হয়ে উঠেছেন তার গুনগ্রাহী। দিতিপ্রিয়া যে দুর্ধর্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন দুর্ধর্ষ নৃত্যশিল্পীও বটে, ডান্স বাংলা ডান্স না থাকলে তা হয়তো সকলের অজানাই থেকে যেত!
টিজারে দেখা যাচ্ছে কালো ও কমলা রঙের রাজস্থানী ঘাগড়া পরেছেন দিতিপ্রিয়া। শরীর ভর্তি জাঙ্ক জুয়েলারি তাকে মানানসই লুক দিয়েছে। নাচের ভঙ্গিমা এবং অভিব্যক্তি দিয়ে হাজার হাজার দর্শকের নজর কেড়েছেন দিতিপ্রিয়া। স্বয়ং গোবিন্দা তার প্রশংসায় পঞ্চমুখ। দিতিপ্রিয়ার নাচ দেখে তিনি বলতে বাধ্য হলেন, “আপনাকে দেখে অভিনেত্রী মনে হয় না, আপনি তো স্টার”!
দিতিপ্রিয়ার এই নাচ মঞ্চে রীতিমত ঝড় তুলেছে। মঞ্চের প্রত্যেক বিচারক থেকে শুরু করে সঞ্চালক আবির এবং বিক্রমও মেতে উঠেছেন দিতিপ্রিয়ার নাচে। শোয়ের সঞ্চালক আবির ও বিক্রমকে দিতিপ্রিয়া সঙ্গে মিলে নাচের স্টেপস মেলাতে দেখা গেল। বিচারকের আসনে বসে বসেই তার নাচের সঙ্গে তখন ছন্দ মেলাচ্ছিলেন জিৎ, শুভশ্রী এবং গোবিন্দারা।
শাহরুখের ‘দিল সে’ সিনেমার ‘ছাইঁয়া ছাইঁয়া’ গানে মালাইকা আরোরার নাচ সেই সময় বলিউডে রীতিমত ঝড় তুলেছিল। শুধু সেই সময় কেন, আজও এই আইটেম ডান্সে মজে দর্শক হৃদয়। এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল তখন দিতিপ্রিয়ার জন্মই হয়নি। তবে আজ তাকে দেখে তারমধ্যে মালাইকার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন দর্শকের একাংশ। কারো কারো মতে দিতিপ্রিয়া তো যেন মালাইকাকেও ছাপিয়ে গিয়েছেন!
২৮ এবং ২৯শে আগস্টে ডান্স বাংলা ডান্সের বিশেষ পর্বে দিতিপ্রিয়া ছাড়াও মঞ্চে বহু তারকা উপস্থিত থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। জি বাংলার একাধিক ধারাবাহিকের তারকা অভিনেতা এবং অভিনেত্রীরা ওইদিন মঞ্চে পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। ‘অপরাজিতা অপু’ র দ্বীপ অর্থাৎ রোহান ভট্টাচার্য, ‘কৃষ্ণকলি’ র নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য, ‘কি করে বলবো তোমায়’ এর রাধিকা অর্থাৎ স্বস্তিকা দত্ত এবং ‘মিঠাই’ এর সোম অর্থাৎ ধ্রুব সরকার এদিন মঞ্চে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।