রাণীমার মাথায় ফের উঠলো মুকুট, সোনার সংসারে সেরা অভিনেত্রী দিতিপ্রিয়া

আসল পরিচয় থেকে বেশি,মানুষের তাকে চেনেন রানীমা নামেই। তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে (Korunamoyee Rani Rasmoni) নাম চরিত্রে অভিনয় করেন। তিনি দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। প্রথমদিন থেকে ধারাবাহিকে তার অভিনয় মন জয় করেছে দর্শকদের। প্রত্যেকদিন সন্ধ্যে বেলায় ৬.৩০ টায় দেখানো হয় এই ধারাবাহিক।

বয়স অনেকটা কম হলেও অসাধারন অভিনয় দক্ষতার জন্য রানী রাসমণির ছোটবেলার চরিত্র থেকে তার দিদিমা হয়ে ওঠার বয়স পর্যন্ত তিনিই কাজ করছেন এই চরিত্রে। নিষ্পাপ সরলতা থেকে গাম্ভীর্য,সবটাই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি। ১০ বছরের রানী রূপে প্রথম তিনি আত্মপ্রকাশ করেন। বর্তমানে নাতবউ, নাত জামাইদের নিয়ে ভরা সংসারের কর্ত্রী তিনি। তার অভিনয়ের জন্যই টি আর পি এর দৌড়ে সর্বদায় সেরা ৫-এ থেকেছে ধারাবাহিকটি।

   

সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় এবং এই প্রোগ্রামে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। তবে এর আগেও এই ধারাবাহিকে অভিনয়ের জন্য রাজ্যপালের কাছেও সেরা অভিনেত্রীর খেতাব জিতে নিয়েছেন তিনি। আরও একটি হীরে যেন যুক্ত হলো তার মুকুটে।

আরও পড়ুন : পাঁচ বছরের সম্পর্ক ভেঙে স্বামীকে ডিভোর্স, নতুন প্রেমে মজলেন ‘মোহর’-এর সোনামণি

আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিলেন ইষ্টি কুটুম-এর বাহা, রনিতা দাস

এই আনন্দ সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের সাথে ভাব করে নিয়েছেন তিনি এবং পাশাপাশি পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানান তিনি।নেট নাগরিকরাও প্রাণ খুলে আশীর্বাদ করেন তাকে।ভাইরাল হয় পুরস্কারের সাথে তার পোস্ট।প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বড় পর্দায়ও কাজ করছেন তিনি। আগামী কিছুদিনের মধ্যেই অন্য ধরার বেশ কয়েকটি চরিত্রে দেখা মিলবে তার।

আরও পড়ুন : রাণী রাসমণী সিরিয়ালে মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর আসল পরিচয়