লাল বিকিনিতে সমুদ্র সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। দিশার হিন্দি সিনেমায় প্রথম হাতেখড়ি হয়, ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড’ দিয়ে। ব্যাস তারপরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী। অবশ্য তার আগেও টাইগার শ্রফ এর সাথে ‘বেফিকরা’ মিউজিক ভিডিওটে কাজ করেন একসাথে। সেখান থেকেই শুরু হয় দিশা ও টাইগারের রসায়ন। ‘বাঘি-২’ তেও দিশা ও টাইগারের কেমেস্ট্রি দেখে মুগ্ধ হন দর্শক। এরপরই টাইগারের সাথে সম্পর্কে ছেদ ধরে দিশার।
এবার ‘মালাঙ্গ’ ছবিতে আদিত্য রয় কাপুরের সাথে জুটি বাঁধবেন দিশা পাটানি। ইতিমধ্যেই আদিত্য রয় কাপুরের সাথে মালাঙ্গ সিনেমার একটি সিন দেখে মুগ্ধ দর্শক। আগামী ৭ই ফেব্রুয়ারী মুক্তি পেতে চলেছে মোহিত সুরির অ্যাকশন থ্রিলার মালাংগ। সেখানেই নাম ভূমিকায় দেখা যাবে দিশা কে। শ্যুটিং এর কাজে ব্যস্ত দিশা। চলছে জোরদার ট্রেনিং। এরই মাঝে মালাঙ্গ এর শ্যুটিং এর একটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখানেই দেখা যাচ্ছে লাল বিকিনিতে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন দিশা।
তবে শুধুমাত্র দিশা পাটানি ও আদিত্য রয় কাপুর নয়, মালাংগ সিনেমায় অভিনয় করছেন অনিল কাপুর, ও কুনাল খেমু। সবমিলিয়ে বক্স অফিসে ঝড় উঠতে পারে দিশার কামব্যাকে। এর আগে মোহিত সুরির ছবি ‘আশিকি-২’ তে শ্রদ্ধা কাপুরের সাথে জুটি বেঁধেছিলেন আদিত্য রয় কাপুর। আদিত্য শ্রদ্ধার কেমেস্ট্রি সাড়া ফেলে দিয়েছিল দর্শকের মনে। নতুন রসায়ন বক্স অফিসে কেমন সাড়া ফেলে এখন শুধু সেটাই দেখার অপেক্ষা।