একুশের বিধানসভার আগেই বাংলায় ভোট পূর্ববর্তী রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। সম্প্রতি বিজেপি (BJP) নেতা সৌমিত্র খাঁ’ (Soumitra Khan) এর স্ত্রী সুজাতা খাঁ’র (Sujata Khan) দলবদল করে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দেওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়কে (Sougata Roy) আক্রমন করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।তিনি সৌগত রায়কে আক্রমন করে বললেন, ‘শেষ বয়সে লোকের বৌ চুরি করছেন, লজ্জা করে না?’
তবে সেই আক্রমনের ভাষা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন একজন রাজনৈতিক ব্যাক্তিত্বের এইধরনের ভাষা প্রযোজ্য করা অনুচিত। এই কথার পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেছেন “‘ধিক্কার, আপনাদের। এতটুকু লজ্জা করে না। তৃণমূলের বুড়ো নেতারা অন্যের বউ নিয়ে টানাটানি করে পালাচ্ছেন। বাঙালির মান–সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। শেষ বয়সে এত পাপ করবেন না সৌগতবাবু।’’
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের তৃণমূল যোগদান করা নিয়ে রাজনৈতিক মহলে নানান তর্ক বিতর্ক চলছে। উল্লেখ্য এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সৌমিত্র খাঁ সাংবাদিক সম্মেলন করে জানান স্ত্রী সুজাতাকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছেন তিনি।
আরও পড়ুন : শুভেন্দু অধিকারী বিয়ে করেননি কেন? জানিয়ে দিলেন নিজেই
তবে বর্তমানে দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে জল্পনা চললেও পূর্বে এই একই ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেছিলেন “‘পারিবারিক সমস্যায় আমার রুচি নেই’’। শুধু তাই নয়,যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় সুজাতা মণ্ডলের এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়তে পারে তার উত্তরে দিলীপ ঘোষ বললেন ‘”কার প্রভাব কোথায় পড়বে। প্রত্যেক পরিবারে কিছু না কিছু সমস্যা হয়। এর কোনও গুরুত্বই নেই।’’
শনিবার এই আক্রমন – প্রতি আক্রমনের মাত্রা আরও বাড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন “‘বিশ্বভারতী জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেটা যদি কেউ ঠিক করতে আসে তাহলে কি সেটা ভুল? দিদি কষ্ট পাচ্ছেন। নিজের দিকে তাকান দিদি, রবীন্দ্রনাথের ছবি নেওয়ার যোগ্যতা আপনাদের নেই।’’
আরও পড়ুন : নিজের সংসারে আগুন লাগিয়ে রাজনীতি করেছেন যে ৩ দম্পতি
এর আগেরদিন জমি সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর অমর্ত্য সেনকে চিঠি লেখার কথা জানিয়েছিলেন যা নিয়ে নানান জল্পনা হয়। রাজনীতিবিদরা মনে করছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।