শেষ হয়ে যাচ্ছে ‘দিদি নম্বর ১’ সিজন ৮, তার জায়গায় আসছে নতুন শো

জি বাংলার (Zee Bangla) রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) বিগত ১০ বছর ধরে দর্শকের মনোরঞ্জন জুগিয়ে আসছে। রচনা ব্যানার্জীর সঞ্চালনায় এই রিয়েলিটি শো নতুন মাত্রা পেয়েছে। সারা রাজ্য থেকে দিদিরা এই মঞ্চে আসেন নিজেদের জীবনের গল্প শোনাতে। সেই ২০১০ সাল থেকে এই রিয়েলিটি শো এর সম্প্রচার চলছে। সদ্য বাংলা টেলিভিশনের সব রিয়েলিটি শো’কে পেছনে ফেলে দিয়ে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে দিদি নাম্বার ওয়ান। তবে এবার নাকি বন্ধের মুখে ‘দিদি নাম্বার ওয়ান সিজন ৮’ (Didi Number One Season 8)।

এই খবর শুনে আঁতকে উঠছেন অনেকেই। তবে এর পরের খবরটা অবশ্য দর্শকের মুখে হাসি ফোটাবেই। ‘দিদি নাম্বার ওয়ান সিজন ৮’ শেষ হয়ে যাচ্ছে, এ কথা ঠিকই। তবে এর বদলে জায়গা করে নিচ্ছে দিদি নাম্বার ওয়ানেরই পরবর্তী সিজন অর্থাৎ এবার থেকে দর্শক দেখবেন দিদি নাম্বার ওয়ান সিজন ৯। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে এই সুখবরটি শোনানো হয়েছে। সুখবরটি শুনিয়েছেন দিদি রচনা ব্যানার্জি।

দিদি নাম্বার ওয়ান সিজন ৯ এর প্রচার করলেন রচনা ব্যানার্জি। নতুন রূপে নতুন ভাবনা থেকে সিজন ৮কে বিদায় দিয়ে দিদি নাম্বার ওয়ান সিজন ৯ এর সূচনা হচ্ছে। তাই এখন দিদি নাম্বার ওয়ানের সেটে নতুনভাবে প্রস্তুতি শুরু হয়েছে। সম্পূর্ণ সেট নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। কাজেই এবার দিদি নাম্বার ওয়ানে অনেক কিছুরই পরিবর্তন আসবে বলে অনুমান করছেন দর্শকরা। দিদি নাম্বার ওয়ানের এই নতুন সিজনকে স্বাগত জানাচ্ছেন দর্শকরা।

কবে সম্প্রচারিত হবে এই নতুন সিজনের প্রথম পর্ব? প্রোমো থেকে জানা গেল ভ্যালেন্টাইন্স ডে থেকে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি থেকে নতুন সিজন শুরু হবে। রিয়েলিটি শোয়ের সিজন বদলে গেলেও অবশ্য এর সময় বদলাচ্ছে না। অর্থাৎ আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বিকেল ৫ টা থেকে দেখুন দিদি নাম্বার ওয়ান সিজন ৯। ২০১০ সাল থেকে শুরু করে ২০২২, টানা ১২ বছর যাবত চললেও দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা আজও সেই একই আছে।

উল্লেখ্য, এই ধারাবাহিক থেকে শুধু দর্শকরাই অনুপ্রেরণা পান এমনটাই নয়, রচনা ব্যানার্জিও বহুবার বহু সাক্ষাৎকারে স্বীকার করেছেন এই ধারাবাহিকে তিনি বিভিন্ন বয়সী নারীদের জীবন সংগ্রামের বিভিন্ন গল্প শুনে উদ্বুদ্ধ হয়েছেন বারবার। তার বারবার মনে হয়েছে, “সবাই পারলে আমি কেন পারব না।” এত দীর্ঘ সময় যাবত দিদি নাম্বার ওয়ানের সঙ্গে সংযুক্ত থাকতে থাকতে আজ এই রিয়েলিটি শো তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।