শাহরুখ কি সত্যিই লতার গায়ে থুতু ছিটিয়েছিলেন, ইসলাম ধর্মে কি এরকম নিয়ম আছে

সদ্য প্রয়াত হয়েছেন ভারতের সুর সম্রাজ্ঞী। এই পৃথিবীর বাইরে বিদেহী আত্মাদের জন্য অন্য কোনও পৃথিবী থাকলে হয়ত সেখানেই ‌ রয়েছেন তিনি। আসমুদ্র হিমাচলের মানুষ এই মুহূর্তে তাঁর আত্মার শান্তি কামনা করছেন। সেলিব্রিটি-সাধারণ মিলেমিশে একাকার। ভারতের নাইটিঙ্গেলের শেষকৃত্যের আগে তার মরদেহের সামনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সেলিব্রিটিরা। সুর সম্রাজ্ঞীর শেষ যাত্রায় উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানও (Shah Rukh Khan)।

   

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) অন্তিম যাত্রা সম্পন্ন হয়েছিল রবিবার সন্ধ্যায়। তার আগে শাহরুখ তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মরদেহের কাছে। অন্যান্য সকলের মত তিনিও লতাজির প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন। সেই ভিডিও ক্যামেরা মারফত বন্দি হয়ে এখন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে নিজ ধর্ম অনুসারে লতা মঙ্গেশকরের জন্য প্রার্থনা করছেন শাহরুখ। দুই করতল উপরের দিকে তুলে তিনি প্রয়াত লতার জন্য ‘দোয়া’ বা প্রার্থনা করছেন। তারপর দেখা গেল মুখের উপর থেকে মাস্ক নামিয়ে দুটি ঠোঁট সরু করার ভঙ্গি করলেন তিনি।

Did Shah Rukh Khan Really Spit on Lata Mangeskar after Dua

শাহরুখের এমন ভঙ্গিমা দেখে নেটিজেনরা বেজায় চটে গিয়েছেন। কারণ তাদের মনে হয়েছে লতা মঙ্গেশকরের মরদেহের উপরে থুতু ছিটিয়ে দিয়েছেন শাহরুখ! বিজেপি নেতা অরুণ যাদব শাহরুখের বিরুদ্ধে টুইটারে সোচ্চার হয়েছেন। তারপর থেকেই অসংখ্য টুইট বার্তায় শাহরুখের সমালোচনা হচ্ছে। শাহরুখের উদ্দেশ্যে কারও প্রশ্ন, “লতার মরদেহের সামনে তোমার মাস্ক নামানোর কী দরকার ছিল?” কারও অভিযোগ, “কেন আপনি থুতু ছিটিয়ে অসম্মান করেছেন লতাকে?” সত্যিই কি লতাকে অসম্মান করার ধৃষ্টতা দেখিয়েছেন শাহরুখ?

না, শাহরুখ কোনও অসম্মান করেননি কিংবদন্তি সংগীতশিল্পীকে। মুসলিম ধর্ম সম্প্রদায়ের রীতি অনুসারেই তিনি প্রার্থনা করেছিলেন। ইসলাম ধর্মাম্বলী যে কোনও মানুষ যে কারোর জন্য দুয়া করতে পারেন। শুধু মাত্র মুসলিমদের জন্য দুয়া করতে হবে এমন কোনও কথা নেই। দুয়া কথাটার মানে হল, ঈশ্বরের বা আল্লাহর কাছে প্রার্থনা করা। প্রচলিত ধারণা অনুযায়ী, যাতে কোনওরকম অপশক্তি বা অশুভ শক্তি থেকে তাঁকে দূরে রাখা যায়। অর্থাৎ, কোরানের আয়াত পড়ে আল্লাহর দেওয়া শক্তিকে ফুঁ-এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া, যাতে আশপাশে কোনও অশুভ শক্তি না আসে। শাহরুখ খান সেদিন এটাই করতে চেয়েছিলেন।

অশুভ শক্তিকে দূরে সরানোর উদ্দেশ্যে প্রার্থনা করার পর যার জন্য প্রার্থনা করা হয় তাকে উদ্দেশ্য করে ফুঁ দেওয়ার রীতি রয়েছে মুসলিম ধর্মে। শাহরুখ শুধু নিজের ধর্মের রীতি রেওয়াজ পালন করে লতার জন্য প্রার্থনা করেছিলেন। সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। শাহরুখের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় হতবাক হয়ে গিয়েছেন তার ভক্তরা। কারওকে ছোট করতে গিয়ে এমন পবিত্র বিষয় নিয়ে এমন গুরুতর অভিযোগও তোলা যায়? অবাকই হচ্ছেন সবাই।