নায়িকার রূপ নয় হবে গুণের কদর, নতুন বছরে আসছে নতুন ধারাবাহিক

দেশের মাটি (Desher Mati) শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিয়ানকে মিস করছিলেন ভক্তরা। দিব্যজ্যোতি দত্ত (Dibyojoti Dutta) এবার সুখবর দিলেন তার অনুরাগীদের। খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে (New Bengali Mega Serial) ফিরছেন অভিনেতা। এবার তার বিপরীতে অভিনয় করবেন নতুন এক নায়িকা। তার পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। তবে জানা গেল ধারাবাহিকের প্রেক্ষাপট।

বাংলা টেলিভিশনের নতুন ধারাবাহিক এবার মেয়েদের রূপ নয়, গুণের প্রশংসা করবে। বাহ্যিক চাকচিক্যর তুলনায় প্রাধান্য পাবে মেয়েদের গুণ। ২০২১ এই শেষ হয়েছে দিব্যজ্যোতি দত্ত এবং শ্রুতি দাসের ধারাবাহিক দেশের মাটি। আবার এই বছরই ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের সফর শেষ হয়েছে। সেখানেও রূপের তুলনায় প্রাধান্য পেয়েছিল গুণ। তবে টিআরপির অভাবে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি।

এই নতুন ধারাবাহিকের দিব্যজ্যোতি ছাড়াও অভিনয় করবেন রূপাঞ্জনা মিত্র এবং দেবদূত ঘোষ। ধারাবাহিকে তারা জুটি বেঁধেছেন। এছাড়াও অভিনয়ে আছেন তনিমা সেন, অভ্র। নতুন বছরের শুরুর দিকেই নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। সোশ্যাল মিডিয়া মারফত এই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন নতুন ধারাবাহিক নিয়ে তিনি আবারও ধারাবাহিকের পর্দায় ফিরছেন।

উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে রূপাঞ্জনা মিত্র গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। তারপর তিনি অভিযোগ করেন বিজেপিতে যোগ দেওয়ার কারণে তার কাছে হুমকি ফোন আসছে। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ বাংলার শিল্পীদের অপমান করাতে রুষ্ট হন রূপাঞ্জনা।

নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া শিল্পী তারকাদের অপমান করে দিলীপ ঘোষ রগড়ে দেওয়ার কথা বলেন। ফেসবুকে তার প্রতিবাদ করেন রূপাঞ্জনা। ফেসবুকে একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, শিল্পী হিসেবে তার নিজেকে ছোট বলে মনে হচ্ছে। বিজেপির কিছু নেতা শিল্পীদের পরিশ্রমের নিন্দা করছেন। এহেন অসম্মানজনক আচরণ সমর্থন না করে বিজেপি কর্মীদের কাপুরুষতা বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন তিনি।