অন্য মেয়ের সঙ্গে মাখামাখি চলবে না! লালনের কান্ড দেখে তেলে বেগুনে জ্বলছে ফুলঝুরি

লালনকে নিয়ে অবসেসড ফুলঝুরি, অন্য মেয়ের সঙ্গে লালনের মাখামাখি মোটেও সহ্য করবেনা ফুলঝুরি

Lalon Gives Marriage Proposal to Fuljhuri

সমাজের পিছিয়ে পড়া ২টি মানুষের মনের মানুষ হয়ে ওঠার গল্প নিয়ে স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ‘ধূলোকণা’ (Dhulokona) ধারাবাহিক। বস্তির মেয়ে ফুলঝুরি কাজের মেয়ে হয়ে অন্যের বাড়িতে কাজ করে উপার্জন করে। আবার বস্তির ছেলে লালনও সেই বাড়িতেই ড্রাইভারির কাজ নিয়ে আসে। প্রথম প্রথম দুজনের মধ্যে না বনলেও এখন তারা একে অপরের মনের মানুষ।

তবে ফুলঝুরির কাছ থেকে লালনকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে মেয়েরা। একদিকে বাড়ির মেয়ে চড়ুই, অপরদিকে লালনের প্রাক্তন প্রেমিকা, লালনের পেছনে মেয়েদের ভিড় লেগে রয়েছে। তার উপর আবার লালন ধীরে ধীরে বিখ্যাত গায়ক হয়ে উঠছে। কাজেই এখন তার ফ্যান-ফলোয়ার্স প্রচুর। তবে লালনের আশেপাশে কোনও মেয়েকে ঘুরঘুর করতে দেখলেই এখন তেলে বেগুনে জ্বলে উঠছে ফুলঝুরি!

তবে এবারে অবশ্য ধারাবাহিকের মধ্যে নয়, শুটিংয়ের বাইরের একটি দৃশ্য হলো ভাইরাল। ফুলঝুরি কার্যত শুটিংয়ের বাইরেও লালনের আশেপাশে অন্য মেয়েকে ঘেঁষতে দিচ্ছে না। সদ্য স্টার জলসার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে লালন-ফুলঝুরিকে নিয়ে একটি রিল ভিডিও শেয়ার করা হয়েছে। অন্য আরেক সুন্দরীর সঙ্গে হেসে হেসে কথা বলছিল লালন। দেখেই রাগে ফেটে পড়লো ফুলঝুরি।

লালনকে অন্য মেয়ের সঙ্গে কথা বলতে দেখেই দুজনের মধ্যিখানে ঢুকে পড়ে ব্যাঘাত ঘটায় ফুলঝুরি। স্পষ্ট বুঝিয়ে দেয়, লালনের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোনও মেয়ে। এইভাবে অন্য মেয়ের সঙ্গে মাখামাখি সে মোটেও বরদাস্ত করবে না। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘রাধা ক্যায়সে না জ্বলে’। লালনকে একপ্রকার ছিনিয়ে নিয়ে চলে যায় ফুলঝুরি। ভিডিও দেখে হেসে কুটোপাটি হয়েছেন দর্শক।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

লালন-ফুলঝুরির সম্পর্কের মাঝে কাল হয়ে দাঁড়িয়েছে চড়ুই। লালন ফুলঝুরিকে পছন্দ করে, এ কথা জেনেও সে লালনকে ছিনিয়ে নিতে চায়। ফুলঝুরির কাছে কিছুতেই পিছু হটবেনা চড়ুই। তাই আত্মহত্যার চেষ্টা করে হলেও সে লালনকে নিজের কাছে ধরে রাখতে চাইছে। আপাতত ধারাবাহিকের টিআরপি বাড়ছে পাল্লা দিয়ে। এত বাধার মাঝেও লালন-ফুলঝুরির প্রেম দর্শককে ধরে রাখছে টেলিভিশনের পর্দার সামনে।