

জি বাংলার (Zee Bangla) সুখে দুঃখে মিষ্টি মুখের সিরিয়াল মিঠাই (Mithai) নিয়ে দর্শকদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর। গত এক মাস ধরে মিঠাই বন্ধ হয়ে যাওয়ার উড়ো খবর নিয়ে প্রবল আতঙ্কে ভুগছিলেন ভক্তরা। একদিকে ক্রমাগত টিআরপির অধঃপতন, অন্যদিকে ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতাদের অন্য ধারাবাহিকে যাওয়ার হিড়িক লেগেই ছিল। প্রথমে সোম, তারপর রুদ্র এখন আবার রাতুলকেও নতুন ধারাবাহিকে দেখানো হচ্ছে।
একের পর এক অভিনেতার এইভাবে ধারাবাহিক ছেড়ে চলে যাওয়া দেখে রীতিমত মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের ভাসুর সোমকে গত কয়েক মাস ধরে মনোহরাতে পাওয়া যাচ্ছে না। সোম ওরফে ধ্রুব সরকার (Dhruba Jyoti Sarkar) এখন রয়েছেন পিলু ধারাবাহিকে। সোমের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি ভক্তরা। অবিলম্বে তাকে ফেরানোর দাবি উঠতে থাকে দর্শকদের মধ্যে থেকে। অবশেষে তাদের সেই মনের ইচ্ছা এবার হবে পূরণ।
মিঠাই ধারাবাহিকের প্রধান আকর্ষণ সিড-মিঠাই হলেও অন্যান্য চরিত্ররাও এখানে সমান গুরুত্বপূর্ণ। বিশেষত হল্লা পার্টির মধ্যে শ্রী-রাতুল, রাজিব-নন্দা, রুদ্র-নিপা, স্যান্ডি-পিংকির পাশাপাশি সোম ও তোর্সার জুটিটাকেও পছন্দ করেছেন দর্শকরা। ধারাবাহিকে সোমের চরিত্রটিককে প্রথমে খল হিসেবে দেখানো হলেও পরে তার মধ্যে এসেছিল পরিবর্তন। ট্যাসবুড়ি তোর্সাকে বিয়ে করে মনোহরাতে এনে তোলে সোম। আর তারপরই ধারাবাহিক থেকে উধাও হয়ে যান তিনি।
তবে এবার তার ফেরার পালা এসে গিয়েছে। এই মাসের শেষে এই পিলু ধারাবাহিকের শুটিং শেষ হয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। শুটিং শেষ হলেই অভিনেতা আবার মোদক পরিবারে ফিরে আসবেন বলে জানা যাচ্ছে। আসলে সোমের এভাবে চলে যাওয়াতে দর্শকদের মনে একটা চাপা ক্ষোভেরও সৃষ্টি হয়েছিল। আবার মোদক পরিবার থেকে দূরে গিয়ে মন খারাপ ছিল বলে জানিয়েছেন অভিনেতা নিজেও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ধ্রুবজ্যোতি সরকার ওরফে সোম একটি পোস্ট করেছেন। এই পোস্ট দেখে দর্শকদের তো খুশি উপচে পড়ছে। সম্প্রতি মনোহরাতে মোদক পরিবারের বড় জামাই রাজিব অভিনেতা সৌরভ চ্যাটার্জী নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। সেখানে রাজিবের পাশে সিদ্ধার্থ, স্যান্ডি এবং রাতুলকেও দেখা গিয়েছে। লাল, নীল, সবুজ, হলুদ পাঞ্জাবি পরে মোদক বাড়ির দুর্গা পূজার অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে চারমূর্তি টুক করে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন।
এই পোস্টের কমেন্টবক্সেই সুসংবাদটা দিলেন ধ্রুব। ধ্রুব লিখেছেন, ‘আমি আসছি’। তার উত্তরে সৌরভ লিখেছেন, ‘তোমাকে আমরা প্রতিদিন মিস করি’। মুহূর্তের মধ্যেই এই খবর মিঠাই ভক্তদের মধ্যে ভাইরাল হয়ে যায়। সোমের চলে যাওয়াতে যারা মনে মনে কষ্ট পেয়েছিলেন তারা এবার ভীষণ খুশি হয়েছেন তাই ফিরে আসার খবর পেয়ে। গল্পে তার মানে এবার শীঘ্রই কোনও নতুন মোড় আসতে চলেছে। তাই নতুন আশায় নতুন করে বুক বাঁধছেন দর্শকরা।