Dhanteras 2023 : দীপাবলি (Deepawali 2023) -র দুদিন আগে গোটা দেশ জুড়ে পালিত হয় ধনতেরস (Dhanteras) উত্সব। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিনে ধনতেরস পালিত হয়।আর সেই হিসেবেই এবছরে ১০ নভেম্বর, শুক্রবার ধনতেরাস। ওই দিন সোনা-রুপো কেনা ভাল বলে মনে করা হয়। কিন্তু এদিন সবার পক্ষে সোনা কেনা সম্ভব হয় না। তাই সোনা ছাড়াও এই পাঁচটি জিনিস কিনে নিজের বাড়ি লক্ষ্মী বৃদ্ধি করুন।
ঝাড়ু : আরেকটা অসাধারণ জিনিস কিনতে পারেন। সেটি হল ঝাড়ু আমরা সকলেই জানি ঝাড়ুকে মা লক্ষ্মী হিসেবে বিবেচনা করা হয়, তাই ধনতেরাসের দিন অবশ্যই বাড়িতে একটা ঝাঁটা কিনুন। এই দিন ঝাঁটা কেনাকে শুভ বলে মনে করা হয়, এতে মা লক্ষ্মী তুষ্ট হন, পরিবারের সমস্ত দারিদ্রতা এক নিমেষের মধ্যে দূর হয়ে যায়।
দেবী লক্ষ্মী এবং গণেশের মূর্তি : দীপাবলি আলোর উৎসব। এই দিনে গণেশ এবং মা লক্ষ্মীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই ধনতেরাস ও দীপাবলিতে গণেশ এবং দেবী লক্ষ্মীর পুজো করেন অনেকে। এই কারণে আপনিও ধনতেরাসে সোনা রূপো না কিনতে পারলে কিনে নিন দেবী লক্ষ্মী এবং গণেশের মূর্তি।
গোটা ধনে : ধনতেরাসের দিন গোটা ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন, গোটা ধনে এনে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন। তারপরে এটি আপনার বাড়ির বাগানে, মাঠে বা পাত্রে বপন করুন। এটি বিশ্বাস করা হয় যে এর কারণে সারা বছর আপনার বাড়িতে কোনও অভাব হবে না।
পিতল পাত্র : ধনতেরাসের দিন পিতলের ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। কথিত আছে যে ধন্বন্তরী দেব যখন সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হন, তখন তাঁর হাতে অমৃতের পাত্র ছিল। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে এই কলসটি পিতল ধাতুর ছিল, তাই পিতলকে ধন্বন্তরী দেবের ধাতু হিসাবে বিবেচনা করা হয়।
কড়ি : আরেকটা অসাধারণ জিনিস সেই দিনে কিনতে পারেন, সেটি হল কড়ি। এ দিন লক্ষ্মীকড়ি কিনে এনে ঠাকুরকে নিবেদন করুন। পুজোর পর কাপড়ে মুড়ে লকারে রেখে দিন সেই কড়ি। দেখবেন সারা বছর ধন সম্পত্তির অভাব হবে না কোনোদিন।
আরও পড়ুন : মা কালীর জিভ বেরিয়ে থাকে কেন? মায়ের এই অদ্ভুত রূপের কারণ কী
আরও পড়ুন : মা কালীর ১১ রূপের রহস্য কী? মায়ের কোন রূপের কী মাহাত্ম্য?
গোমতী চক্র : ধনতেরাসের দিন গোমতী চক্র কেনা শুভ। কথিত আছে যে গোমতী চক্র দেবী লক্ষ্মীর প্রিয়। ধনতেরাসের দিন এটি কিনে বাড়িতে আনুন এবং দেবী লক্ষ্মীর পূজা করার সময় সন্ধ্যায় গোমতী চক্রের পূজা করুন। এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। সঙ্গে প্রশান্তি ও সমৃদ্ধি ঘটে।
আরও পড়ুন : মা কালী নগ্ন কেন? কেন নগ্নরূপে পূজিত হন মা কালী?