বিগ বস ফিনালে (Big Boss Season 15) যত এগিয়ে আসছে, অন্তিম পর্বে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই তত জমে উঠছে। বিগ বসের নিয়মিত সদস্য গোপী বহু খ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharya)। বিগ বস সিজন ১৫ এর অন্তিম পর্ব টিকে থাকার লড়াইয়ে প্রাণপণ চেষ্টা করে গিয়েও শেষমেশ ছিটকে গেলেন দেবলীনা। তবে তার হার না মানার স্পিরিট মুগ্ধ করেছে নেটিজেনদের। টানা ১৫ ঘন্টা ধরে একই জায়গাতে দাঁড়িয়ে থেকে অসাধ্য সাধন করলেন দেবলীনা।
দেবলীনা ভট্টাচার্য এবং রশমি দেশাই (Rasmi Desai), হিন্দি টেলিভিশনের এই দুই অভিন্ন হৃদয় বন্ধুর মধ্যে সম্প্রতি বিগ বসে টিকে থাকার লড়াই বেঁধেছিল। তার আগে বিগ বস হাউসে দুজনকে লড়াই করতেও দেখেছেন দর্শকরা। বিগ বসের ঘরের এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছেড়ে দিতে রাজি নন তারা। হাউজের টাস্ক জেতার তাগিদে এক জায়গাতে একইভাবে টানা ১৫ ঘন্টা দাঁড়িয়েও থেকে যেতে পারেন দুজনে। বিগবসের গ্র্যান্ড ফিনালের টিকিট জেতার জন্য এক জায়গাতে একটি পোল ধরে দাঁড়াতে হয় রশমি এবং দেবলীনাকে। বাকিদের দায়িত্ব ছিল তাদের নানাভাবে বাঁধা দেওয়া।
তাদের উপর জল, পাউডার, তেল-মসলা, থেকে শুরু করে কাপড় কাচার সাবানও ছোঁড়া হয়। তবুও মনবল না হারিয়ে এক জায়গাতে ১৫ ঘন্টা ঠায় দাঁড়িয়েছিলেন তারা। এই সময় অবশ্য প্রতীক দেবলীনাকে সাহায্য করছিলেন। পরিস্থিতি এমন ছিল যে প্রস্রাব করার জন্য বাথরুমেও যাওয়ার অনুমতি ছিল না তাদের। আর সামলাতে না পেরে পোল ধরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই প্রস্রাব করেন দেবলীনা। তিনি প্রতীককে তার উপর জল ঢালতে বলেন। এই ভাবে আপাদমস্তক ভিজে গেলেও মনোবল দমতে দেননি তিনি। তাও টিকে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
দেবলীনার এই মনোবল দেখে তার মনের জোরের প্রশংসা না করে থাকতে পারেননি নেটিজেনরাও। ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের মধ্যে কেউ লিখলেন, “এটা বিগ বসের দেওয়া অন্যতম কঠিন টাস্ক। সেই কখন দিনের বেলায় শুরু হয়েছে, এখনও চলছে। একই পজিশনে এইভাবে দাঁড়িয়ে থাকা খুব শক্ত। দারুণ পারফরম্যান্স দেবলীনার”।
Nothing Just Appreciating the way she played Aced ?it and we are proud of her appreciating every single efforts of her our dhakkad Girl Our task Queen we Love you ?❤️ @Devoleena_23
DEVOLEENA WINNING HEARTS
TASK ACER DEVOLEENA#DevoleenaBhattacharjee pic.twitter.com/bpen6vFdJe— ??? ???????? ? #ShaLeena ?? (@devoleena_my) January 5, 2022
তবে এতকিছুর পরও শেষমেষ টিকে থাকতে পারলেন না দেবলীনা। লড়াই এত জমজমাট দেখে বিগ বস বাধ্য হয়েই দুজনকে জুতো খুলে দাঁড়ানোর নির্দেশ দেন। কোনওরকম সাপোর্ট ছাড়াই তাদের দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। একেবারে শেষ মুহূর্তে দেবলীনার পায়ে সজোরে বালতি ছুঁড়ে মারেন নিশান্ত। এতে পা পিছলে পড়ে যান দেবলীনা। দেবলীনার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গ্র্যান্ড ফিনালের টিকিট জিতে যান রশমি। তবে রশমি টিকিট জিতলে কি হবে? নেটিজেনদের মন জিতে নিয়েছেন দেবলীনাই।
Ok Nishant bhatt it was devo who was encourage you when you where doing task and what you have done shame on you?#DevoleenaBhattacharjee stay strong ❤️ pic.twitter.com/UzSQDkLTmu
— ??? ???????? ? #ShaLeena ?? (@devoleena_my) January 4, 2022