অন্তর্বাস পরে নিজের ছবি দিয়ে কাজ চাইলেন উত্তম কুমারের নাতবউ

নিজের খোলা মেলা ছবি পোষ্ট করে কাজ চাইলেন উত্তম কুমারের নাতবউ

Devlina Kumar uploaded a Bold Picture asking for work

‘ভাল কাজ’-এর খোঁজ করছেন দেবলীনা (Devlina Kumar)। নাচ আর অভিনয়, আপাতত এই দুইয়ের মাঝেই লক্ষ্য স্থির রেখেছেন উত্তম কুমারের (Uttam Kumar) নাত বৌ তথা অভিনেতা গৌরব চ্যাটার্জীর (Gourab Chatterjee) স্ত্রী দেবলীনা কুমার। ‘ভাল কাজ’-এর খোঁজে সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হলেন ডান্স বাংলা ডান্সের নৃত্যগুরু। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে নিজের একটি বোল্ড ছবি তিনি তুলে ধরলেন সোশ্যাল মিডিয়াতে। ছবিটা যতটা বোল্ড বা ধারালো, তার থেকেও বেশি ধার রয়েছে পোস্টের ক্যাপশনের লেখনীতে।

বোতাম খোলা শার্টের আড়াল থেকে উঁকি দিচ্ছে অন্তর্বাস! তার ফাঁকে স্পষ্ট বক্ষ বিভাজিকা। খোলা চুলে সোজাসুজি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন ‘গোত্র’, ‘হামি’, ‘মহালয়া’, ‘প্রাক্তন’, ‘একটি বাঙ্গালী এলিয়েনের গল্প’র অভিনেত্রী। দেবলীনার হট অবতারের লুক এর আগেও বহুবার দেখেছেন নেটিজেনরা। তবে এবারের এই পোস্ট কিছুটা তীক্ষ্ণ। কারণ ক্যাপশনে তিনি ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি কাজের খোঁজে সোশ্যাল মিডিয়াকেই মাধ্যম করে তুলেছেন।

Devlina Kumar

দেবলীনা ক্যাপশনে লিখেছেন, “এখন প্রশ্ন উঠতে পারে কেন আমি আমার আগের কাজের ছবি বা বর্তমানের কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি। এর কারণ হল আমি মনে করি আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া খুব ভালো মাধ্যম তোমার কাজ সম্পর্কে লোককে অবগত করার।”

Devlina Kumar

তার সংযোজন, “বিশ্বাস করুন সাইক্লিং আমরা প্রতিদিনের কাজেরই একটা অঙ্গ, যা আমাকে ফিট রাখতে সাহায্য করে। এখন অবধি অভিনয় আর নাচ আমার জীবীকা। যদিও আমি আমার বিয়ে নিয়েও অনেক কাজ করছি (কিছু লোক অন্যরকম ভাবে যদিও)। আমি ভালো কাজ করার জন্য উৎসুক। আপনাদের যদি এই নিয়ে কোনও দ্বিধা থাকে যে আমি কোনও প্রোজেক্টের অংশ হতে চাই কি চাই না, তাহলে আমায় সরাসরি যোগাযোগ করুন”।

Devlina Kumar

দীর্ঘদিনের প্রেমের পর ২০২০ সালে গৌরবকে বিয়ে করে মহানায়কের পরিবারের সদস্য হন দেবলীনা। টলিউডের হট জুটি তারা। একসাথে ঘুরতে যাওয়া কিংবা রিল বানানো, সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেমের প্রতিচ্ছবি প্রায়ই ধরা পড়ে। গৌরবের সঙ্গে চুটিয়ে সংসার করছেন দেবলীনা। সঙ্গে কাজটাও জরুরি। তাই কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)