

এই মুহূর্তে টেলিপর্দার সবথেকে জনপ্রিয় জুটি “রাজা-মাম্পি” জুটি। এই জুটিই কার্যত বর্তমান প্রজন্মের কাছে প্রেমের এক নতুন সংজ্ঞা উপস্থাপন করছে। আট থেকে আশি, প্রত্যেক স্তরের দর্শকই যেন “রাজা এবং মাম্পি”র প্রেম, সম্পর্কের টানাপোড়েন, বিরহ একেবারে নিজের অন্তর থেকে অনুভব করতে পারেন। এই অনস্ক্রিন জুটির কেমিষ্ট্রিটা দর্শকের মনে দারুণভাবে ছাপ ফেলেছে। দর্শককে যেন নতুন করে প্রেম করতে শেখাচ্ছে রাজা-মাম্পি।
দর্শকদের প্রচুর ভালোবাসা কুড়িয়ে শুধু যে ধারাবাহিক TRP তালিকার ওপরে পৌঁছে গিয়েছে তা নয়, সঙ্গে জনপ্রিয়তা পেয়েছেন রাজা ওরফে রাহুল বন্দ্যোপাধ্যায় ও মাম্পি রুকমা রায়। “মাম্পি” সবকিছু ছেড়ে “রাজা”র কাছে ধরা দিতে চাইলেও “রাজা” তা করতে নারাজ। “রাজা”র প্রতি প্রবল অভিমানের বশে “মাম্পি” তাই বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবছে। সারা জীবনের জন্য “রাজা”র থেকে আলাদা হয়ে যাবে “মাম্পি”। রিল লাইফের গল্পের সঙ্গে রিয়েল লাইফের “রাজা” অর্থাৎ রাহুল ব্যানার্জির জীবনেরও কি অদ্ভুত মিল! বর্তমানে তিনিও তার প্রেমিকা তথা স্ত্রী প্রিয়াঙ্কার থেকে বিচ্ছিন্ন। তাই হয়তো “রাজা”র চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে পেরেছেন রাহুল। প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদ, রাহুলের মনেও দাগ কেটেছে বৈ কি।
টলিউডে যেসব সেলিব্রিটি জুটির অনস্ক্রিন কেমিস্ট্রিকেও ছাপিয়ে গিয়েছিল অফস্ক্রিন কেমিস্ট্রি, তেমনই এক জুটি হলেন রাহুল-প্রিয়াঙ্কা। অভিনেতা রাহুল ব্যানার্জি এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে “চিরদিনই তুমি যে আমার” ছবির দৌলতে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল। প্রথম ছবিতেই কিস্তিমাত করে ফেলেছিলেন বলিউডের উঠতি এই অভিনেতা এবং অভিনেত্রী।
স্কুল জীবনের প্রেমকাহিনী নির্ভর সিনেমা “চিরদিনই তুমি যে আমার” এ রাহুল এবং প্রিয়াঙ্কার কেমিস্ট্রিটা এতটাই জোরদার ছিল যে টলিউডের নবীন এই দুই শিল্পীর নাম তখন দর্শকের মুখে মুখে ফিরেছে। ধারাবাহিকের গান, গল্প, নায়ক নায়িকার প্রেম ও সবশেষে বিরহের পর্ব দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। রোমান্টিক-ট্রাজেডি নির্ভর এই সিনেমা দেখেও সেই সময় চোখে জল আসেনি, এমন দর্শক খুঁজে পাওয়া ভার।
প্রিয় অনস্ক্রীন জুটিদের বাস্তবেও জোট বাঁধতে দেখলে স্বভাবতই দর্শকরাও পছন্দ করেন। রাহুল-প্রিয়াঙ্কা জুটির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সিনেমায় অভিনয় করার সময়কাল থেকেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছিল প্রেম। এরপর বিয়ে, সংসার, সন্তান! “হ্যাপিলি ম্যারিড কাপল” হয়ে উঠেছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। তবে খুব শীঘ্রই তাল কাটলো সংসার জীবনে। একসময় যাদের প্রেম সিনে অনুরাগীদের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল, তারাই শেষমেষ সেই প্রেম সম্পর্কের বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইলেন। তাদের অভিনীত ছবিতে যে বিরহের পর্ব ছিল, বাস্তব জীবনেও তেমনটাই হলো। ছেলে সহজের জন্মের পরেও রাহুল এবং প্রিয়াঙ্কার সংসার জীবনটা ঠিক যেন সহজ হলো না। টলিপাড়ায় তাদের সম্পর্কের অবনমন নিয়ে গুঞ্জন উঠলো।
শেষমেষ রাহুল এবং প্রিয়াঙ্কা আলাদা থাকতে শুরু করেন। শোনা যাচ্ছে, তাদের বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে আদালতে। তবে সম্পর্কের বাঁধন কি এতো সহজে ছিন্ন করা যায়? হয়তো না। তাইতো এত কিছুর পরেও আবার জীবনের প্রথম ছবিতে প্রেমিকার সঙ্গে নিজের ছবি সোশ্যাল সাইটে ফের ফিরিয়ে আনলেন রাহুল ব্যানার্জি।
View this post on Instagram
প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে একটি ছবি ভেসে উঠল অভিনেতার ইনস্টাগ্রামে। সেখানে দু’জনের সাজপোশাক বলে দিচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির একটি দৃশ্য সেটি। ছবির বিবরণীতে ‘জুটিতে, দুটিতে’ লেখা দেখে ভাঙা সম্পর্ক জোড়া লাগার আঁচ করছেন অনেকেই। সেই বিষয়ে মন্তব্য বাক্সে অনুরাগীরা প্রশ্ন রাখলেও কোনও উত্তর দেননি অভিনেতা।