গত এক বছরে আমরা প্রত্যক্ষ করেছি নানা রকম আর্থিক প্রতারণা। আর এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যা সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকলের ঘুম কেড়ে নিয়েছে তা ছিল এটিএম কার্ড প্রতারণা। বর্তমানে প্রযুক্তি নির্ভর এই জীবন ব্যবস্থায় যেখানে ব্যাংকে দাঁড়িয়ে টাকা তোলার হাজার ঝক্কি এবং সময়ের অপ্রতুলতার জন্য যা সবার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার। তাই ব্যাংক বর্তমানে ডিজিটাল লেনদেনকে প্রাধান্য দেওয়ার জন্য সবাইকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা অন্য রকমের কার্ড ব্যবহারে উৎসাহিত করছে। কিন্তু আমাদের অসচেতনতা এবং বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার জন্য বারে বারে আমরা প্রতারণার শিকার হয়েছি। এইসব ক্ষেত্রে সাধারণ মানুষ নিজেদের অজ্ঞতার এবং অসাবধানতার ফলে সর্বস্বান্ত হয়েছে। আর তাই এই ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষ রীতিমতো ভীত হতে শুরু করেছে। এই ডেবিট কার্ড প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে নানা সময়ে সতর্কতামূলক উপদেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রতারণা থেকে বাঁচার জন্য সতর্কতামূলক উপদেশ
- কার্ড ব্যবহার করার পূর্বে কাউন্টারে দেখে নেবেন স্কিমার মেশিন বা অন্য কোন ক্যামেরা জাতীয় জিনিস আপনার কার্ড সোয়াইপ করার জায়গায় বসানো আছে কি না ।
- আপনি যখন আপনার কার্ড ব্যবহার করছেন তখন পিন দেওয়ার সময় বা হাত দিয়ে তা আড়াল করছেন কি না।
- এছাড়াও কাউন্টারে ভিতরে আপনি একা আছেন কি না।
- সময় সময় আপনার কার্ডের পাসওয়ার্ড পাল্টানো ।
- অপরিচিত ব্যক্তিকে দিয়ে কার্ড ব্যবহার করে টাকা তোলা।
এই সকল উপদেশ আমাদের যথেষ্ট সচেতন করলেও এক প্রকার ভয় কিন্তু স্থায়ী হয়ে থেকে যায়।এছাড়াও এতসব সতর্কতামূলক পদক্ষেপ ব্যাংক থেকে নেওয়ার পরেও কিন্তু নানাভাবে তবুও এ টি এম প্রতারণা ঘটে চলেছে।
রিজার্ভ ব্যাংকের বিশেষ ঘোষণা
বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা যেমন চিন্তিত তেমনি চিন্তিত ভারতের প্রধান ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াএইসব ঘটনা দেখে। আর তাই এক উল্লেখযোগ্য পদক্ষেপ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।সম্প্রতি গত দুই মাস বা এক মাস ধরে আপনি আপনার মোবাইলে বিভিন্ন ব্যাংক যাদের সঙ্গে আপনি যুক্ত আছেন তাদের থেকে একটা মেসেজ বারবার পাচ্ছেন। এই মেসেজে বলা হচ্ছে যে ,”আপনি আপনার কাছে থাকা পুরনো এটিএম কার্ড ব্যাংকে নিয়ে আসুন এবং তা পাল্টে নিন নতুন এটিএম কার্ডের সঙ্গে”। অনেকের কাছে এই মেসেজ একটা ভুয়া মেসেজ বলে মনে হতেও পারে। তারা এটাকে অনেকেই প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত স্প্যাম মেসেজও ভাবতে পারে।
রিজার্ভ ব্যাংক বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকে নির্দেশ দিয়েছে এরকম একটি সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য। যেখানে বিভিন্ন ব্যাংকের গ্রাহককে সময় দেওয়া হয়েছে তারা যেন তাদের কাছে থাকা পুরানো ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত এটিএম কার্ড পাল্টিয়ে নিয়ে ই এম ভি চিপযুক্ত এটিএম কার্ড সংগ্রহ করে নিজস্ব ব্যাংক থেকে ।আর এই কাজের ক্ষেত্রে যে সময়সীমা রিজার্ভ ব্যাংক থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তা হলো আগামী ৩১শে ডিসেম্বর। অর্থাৎ এই তারিখ পর্যন্ত আপনি আপনার পুরানো ডেবিট কার্ড ব্যাংকে নিয়ে এসে তা পাল্টে নিতে পারবেন নতুন প্রযুক্তির ডেবিট কার্ড এর সঙ্গে। যদি কারো ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা পরেও পুরানো ম্যাগনেটিক স্ট্রাইপযুক্ত ডেবিট কার্ড থেকে থাকে তাহলে তা কিন্তু ব্যবহারের অযোগ্য হয়ে যাবে ৩১ডিসেম্বরের পর থেকে ।
বিষয়টির গুরুত্ব
আজকের এই ব্যস্ত দিনে যেখানে এটিএম কার্ড প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ সেখানে অবশ্যই পাল্টে নিতে হবে পুরানো ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত এটিএম কার্ডকে নূতন এটিএম কার্ডের সঙ্গে। আর তা করতে হবে খুব তাড়াতাড়ি অর্থাৎ ৩১ ডিসেম্বরের আগেই। না হলে কিন্তু পকেটে আপনার পুরানো ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত ডেবিট কার্ড থাকলেও আপনি কিন্তু তা ব্যবহার করতে পারবেন না ।অর্থাৎ তা ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তাই বিষয়টি গুরুত্ব বুঝে অবশ্যই যোগাযোগ করুন আপনার নিকটস্থ সেই সব ব্যাংকে যেখানে আপনার ডেবিট কার্ড সংযুক্তি নেওয়া হয়েছে। আজ করবো কাল করবো এই ভেবে দেরি করবেন না ।সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে দিন দিন ।আর হাতে মাত্র ৫১ দিনের মতো সময় ।তাই এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু অবশ্যই করবেন।
বর্তমানে ভারতে ব্যবহারযোগ্য ডেবিট এবং ক্রেডিট কার্ডের সংখ্যা
গত জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে প্রকাশিত এক তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে ৩.৯কোটি ক্রেডিট কার্ড গ্রাহক এবং৯৪. ৪কোটি ডেবিট কার্ড সক্রিয় গ্রাহক আছেন।
কেন ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত ডেবিট কার্ড বদল ?
আসলে পূর্বে বা এখনো অনেকের কাছে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে তা হল ম্যাগনেটিক স্ট্রাইপযুক্ত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যা প্রযুক্তিগত দিক দিয়ে ছিল কম সুরক্ষিত। এই কার্ডটির পেছনদিকে আমরা একটি কালো রংয়ের দাগ বা সরলরেখার মোটা করে অংশ দেখতে পায় এটি হলো ম্যাগনেটিক স্ট্রাইপ ।যা বিভিন্ন এটিএম কাউন্টারে সোয়াইপ করার সময় আমাদের কার্ড সম্বন্ধীয় যাবতীয় তথ্য সংরক্ষিত করে রাখে স্থায়ী ভাবে ।এই তথ্য কাজে লাগিয়ে আমাদের টাকা হাতিয়ে নেয় অতি সহজেই প্রতারকরা।কিন্তু ই এম ভি চিপ যুক্ত নতুন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যা দেওয়া হবে আপনাকে তা নিরাপত্তার দিক দিয়ে অনেক আধুনিক মানের ।
এই কার্ড কিভাবে কাজ করে?
আসলে পুরানো ম্যাগনেটিক স্ট্রাইপ যুক্ত ডেবিট কার্ড আমরা যখনই তা কাউন্টারে ব্যবহার করি সেই সকল তথ্য ওই ম্যাগনেটিক স্ট্রাইপের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় থেকে যায়। তাই যদি কোন প্রতারক আপনার কার্ডের নাম্বার বা কার্ড পেয়ে যায়, অতি সহজে আপনার কার্ডের ক্লোন কার্ড তৈরি করে তা দিয়ে সহজেই প্রচারণা করতে পারে আপনার সাথে। কিন্তু এই নতুন প্রযুক্তির এটিএম কার্ডটি যেখানে লাগানো থাকবে একটি চিপ। সেই চিপ আপনার কার্ড সোয়াইপ করার পর যতক্ষণ না আপনি আপনার পিন কোড দিচ্ছেন তা কিন্তু সক্রিয় হবে না অর্থাৎ আপনার পিনকোড দেওয়ার পরে এই নতুন কার্ডগুলি সক্রিয় হবে।
কিন্তু পুরানো কার্ডগুলির ক্ষেত্রে পিন কোড না দেওয়ার আগেই তা কিন্তু সক্রিয় হয়ে উঠত টাকা তোলার ক্ষেত্রে ।এছাড়াও এই কার্ডগুলি অ্যান্টি স্কিমার প্রযুক্তি লাগানো হয়েছে। যেখানে স্কিমার মেশিনে এই কার্ডের সকল তথ্য হাতিয়ে নেওয়া যাবে না কারণ আগের কার্ডের মত সকল তথ্য স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকবে না , নতুন কার্ডে তা ব্যবহার করার সঙ্গে সঙ্গে পাল্টে যাবে বা বদলে যাবে। তাই এখানে প্রতারণা সম্ভাবনা প্রায় নাই বললেই চলে ।তাই অবশ্যই পাল্টে নিন আপনার পুরনো কার্ড নতুন প্রযুক্তির কার্ডে।
আরও পড়ুন : এটিএম কার্ডের পিন কেন চার সংখ্যার হয় ? জানুন কিছু মজার তথ্য
কিভাবে চিনবেন এই নতুন প্রযুক্তির কার্ডগুলিকে?
এই কার্ডগুলির বাম দিকের কোন একটা অংশে বা মাঝখানে একটি মোবাইলের সিম এর মতো বা চিপের মতো অংশ দেখতে পাবেন ।আর এই চিপের অংশটি দেখতে পেলেই বুঝতে পারবেন আপনার কার্ডটি নতুন প্রযুক্তির কার্ড ই এম ভি কার্ড।
কীভাবে আপনার পুরানো কার্ড পাল্টাবেন?
আরও পড়ুন : কোন ব্যাঙ্কের এটিএম কার্ডে সর্বাধিক কত টাকা তোলা যায়? জেনে নিন
প্রথমে আপনাকে আপনার কার্ড ইস্যুকারী ব্যাংকের সেই শাখায় যেতে হবে যেখান থেকে আপনি একটি সংগ্রহ করেছিলেন ।তারপর জমা দিতে হবে পুরানো কার্ডটি এবং একটি ফর্ম ফিলাপ করে জানাতে হবে আপনি নতুন ই এম ভি চিপযুক্ত কার্ড নিতে চান ।ব্যাংকের তরফ থেকে আপনার পুরনো কার্ডটি জমা নিয়ে ব্লক করে দেওয়া হবে ।একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনাকে দেওয়া হবে নতুন প্রযুক্তির কার্ডটি। তবে এক্ষেত্রে এই পরিষেবা আপনি পাবেন বিনামূল্যে ।অর্থাৎ এই কার্ড পাল্টানোর ক্ষেত্রে কোনরূপ চার্জ নেওয়া হবে না ব্যাংকে তরফ থেকে ,এমনই নির্দেশ জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।
তাই দেরি না করে তাড়াতাড়ি করুন এই কাজটি ।যাতে আর্থিক দিক দিয়ে আপনি প্রতারিত না হন এবং আপনার সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকে। কারণ ,টাকা প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ আর তা প্রায় সকলেরই কষ্টার্জিত।