বর্তমানে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) বহু নায়ক এবং নায়িকার হাতে আসছে বড় বড় কাজের সুযোগ। কেউ টলিউডে কাজের সুযোগ পাচ্ছেন, কেউ হিন্দি সিরিয়ালে, কেউ আবার সরাসরি বলিউড থেকে কাজের জন্য ডাক পাচ্ছেন। এবার বাংলা সিরিয়ালের আরও একজন নায়িকার ভাগ্য খুলে গেল। তিনি হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)।
দেবচন্দ্রিমা একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন। তিনি প্রধানত স্টার জলসার নায়িকা। স্টার জলসাতে সাঁঝের বাতি সিরিয়াল দিয়ে শুরু হয়েছিল অভিনয় জগতে তার যাত্রা। এরপর তাকে সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। যদিও টিআরপির অভাবে খুব বেশিদিন চলেনি এই সিরিয়াল।
মাত্র দুটি সিরিয়ালে অভিনয় করলেও বাংলার দর্শকদের কাছে দেবচন্দ্রিমার অনেক জনপ্রিয়তা আছে। অভিনয় এবং সৌন্দর্যের মাপকাঠিতে এখন তিনি টেলিভিশনের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাই সরাসরি হিন্দিতে কাজের সুযোগ এসে গেল তার হাতে। অভিনেত্রী এবার বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালের দুনিয়াতে পা রাখতে চলেছেন।
হিন্দি কালার্স টিভির সানসাইন প্রোডাকশনের অন্তর্গত একটি সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন দেবচন্দ্রিমা। আপাতত কলকাতা ছেড়ে তাকে উড়ে যেতে হচ্ছে মুম্বাইতে। যদিও এই সিরিয়ালের নাম এখনও ঠিক হয়নি বলেই জানা যাচ্ছে। কিন্তু তিনি যে নায়কের বিপরীতে অভিনয় করবেন তার নাম প্রকাশ্যে এসেছে।
View this post on Instagram
সাহেবের চিঠির নায়িকা এবার হিন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়ক রাজবীর সিংয়ের নায়িকা হয়ে হিন্দি সিরিয়ালে ডেবিউ করতে চলেছেন। নিঃসন্দেহেই এটা তার হাতে একটা বড় সুযোগ। এই নতুন হিন্দি সিরিয়ালের উপর নির্ভর করছে দেবচন্দ্রিমার ভাগ্য। সিরিয়ালটি সফল হলে তার হাতে আরও বড় সুযোগ আসতে দেরি হবে না।
দেবচন্দ্রিমার আগে বাংলা থেকে বেশ কয়েকজন বঙ্গ তনয়া হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ পেয়েছেন। সুদীপ্তা ব্যানার্জী, মানসী সেনগুপ্ত, অদ্রিজা রায়ের পর এবার দেবচন্দ্রিমার পালা। সিরিয়ালের কথাবার্তা এখন আলোচনার পর্যায়ে আছে। সবকিছু ফাইনাল হয়ে গেলে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে নতুন এই সিরিয়ালের প্রোমোর শুটিং।