মিঠাই ছেড়ে দিলেন জনপ্রিয় অভিনেতা, দেবাদৃতার বিপরীতে পা রাখছেন নতুন ধারাবাহিকে

বাংলা টেলিভিশনের (Bengali Telivision) পর্দাতে দেবাদৃতা বসু (Debadrita Basu) একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘জয়ী’ ধারাবাহিক থেকে দর্শকদের সঙ্গে তার পরিচয় রয়েছে। এরপর ‘আলো ছায়া’, ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিককেও মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন এই নায়িকা। কিন্তু স্টার জলসাতে তার প্রথম এবং এই পর্যন্ত তার শেষ কাজ ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ সুপার ফ্লপ হয়েছে। তারপর থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন দেবাদৃতা।

বেশ কয়েক মাস টেলিভিশনের পর্দাতে আর মুখ দেখাননি অভিনেত্রী। কাজেই তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাকে আবার ধারাবাহিকে ফিরতে দেখার জন্য। উল্লেখ্য শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিক নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বলতে গিয়ে দেবাদৃতা বলেছিলেন এই ধারাবাহিক আর পাঁচটা বাংলা ধারাবাহিকের মত কুটকাচালিমূলক নয়।

Shreekrishnabhakto Meera

তার এই বিতর্কিত মন্তব্যের জোরে ধারাবাহিকপ্রেমীদের একাংশ তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। স্টুডিও পাড়াতে গুঞ্জন, দেবাদৃতা খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের হাত ধরে আবার অভিনয় ফিরবেন। এই খবরে দারুণ খুশি তার ভক্তরা। তবে জি বাংলা বা স্টার জলসা নয়, দেবাদৃতাকে নতুন কাজের সুযোগ এনে দিয়েছে সান বাংলা।

দীর্ঘ কয়েক মাসের বিরতির পর দেবাদৃতা সান বাংলার আসন্ন ধারাবাহিক নিয়ে আবার ক্যামেরার সামনে ফিরতে চলেছেন। সুরিন্দর ফিল্মসের অন্তর্ভুক্ত একটি ধারাবাহিকের প্রস্তাব গিয়েছে তার কাছে। ধারাবাহিকের নায়কের কাস্টিংয়েও রয়েছে চমক। প্রথমে শোনা গিয়েছিল তার বিপরীতে অভিনয় করবেন হৃদীশ চৌধুরী। তবে এবার শোনা যাচ্ছে নাকি বদলে গিয়েছে নায়কের নাম।

ইন্ডাস্ট্রির সূত্রে খবর, দেবাদৃতার বিপরীতে অভিনয় করবেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় খলনায়ক। তিনি আর কেউ নন, সকলের প্রিয় ওমি আগারওয়াল! অর্থাৎ অভিনেতা জন ভট্টাচার্যকে নাকি দেখা যাবে সান বাংলার আসন্ন সিরিয়ালে। উল্লেখ্য জনকে এর আগে জি বাংলার ‘রিমলি’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল।

এই খবর প্রকাশ্যে আসার পর দর্শকদের মনে প্রশ্ন উঠছে তাহলে এবার ওমি আগারওয়ালের চরিত্রটার কী হবে? এই জায়গায় কি আসবে নতুন কোনও মুখ? আসলে মনোহরাতে বোম ফিট করে রাখার পর ওমি আগারওয়াল পুলিশের হাতে ধরা পড়ে যাবে। কাজেই এই চরিত্রের প্রয়োজনীয়তা এখানেই ফুরোচ্ছে। পুলিশের হাতে ধরা পড়লে ওমি আগারওয়ালের সিন শেষ হবে। বদলে দেবাদৃতার বিপরীতে নতুন ধারাবাহিকের কাজ শুরু করবেন জন।