অটো ড্রাইভারের মেয়ে, জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম

শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অর্থ যে কোনো বাধা নয় তা আবার প্রমান করল এই নতুন উদাহরণ। নারীরা যে কোনো অংশ থেকে পুরুষদের কম নয় তাও দেখিয়ে দিল এই নতুন নারীশক্তি। একজন ট্যাক্সি ড্রাইভারের মেয়ে হয়েও যে নিজের স্বপ্নকে বাস্তব করা যায় তা সত্যিই দেখিয়ে দিল পুনম। নাম পুনম টোডি। বাবা পেশায় এক জন অটো ড্রাইভার।বাড়ি উত্তরাখণ্ডে।গত ২০১৬  সালে পুনম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা দিয়েছিল। যার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর তাতেই এসেছে এই চমকপ্রদ খবর। তিনি তার বাবার অশোক টোডির সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন।

Source : indiatimes

পুনম কমার্সে মাস্টার্স করেছে।তার সঙ্গে সে আইনের স্নাতক ডিগ্রিও অর্জন করেছিল। তার এই পরীক্ষার সফলতার পাওয়ার রাস্তা কিন্তু মোটেই কোনো সহজ রাস্তা ছিল না। তিনি এর আগেও দুবার এই পরীক্ষায় বসেছিলেন। কিন্তু অকৃতকার্য হয়েছিলেন। তাই এবার পরীক্ষায় বসার আগে তার প্রস্তুতির কোনো খামতি রাখে নি, নিজের দুর্বল জায়গা গুলো বার বার অনুশীলনের মাধ্যমে সে নিজেকে আরও মজবুত করেছে।আর তার পাশে তার পরিবার সবসময় পাশে থেকেছে।তার বাবার অটো চালক অশোক টোডির প্রতিদিনের রোজগার বেশি খুব হলে ৪০০থেকে ৫০০টাকা।কিন্ত তবুও সংসারের খরচ চালানোর পরও মেয়েকে দিয়েছে মাথা উঁচু করে বাঁচার অনুপ্রেরণা।

Source : ANI

পুনমের কথায়,”আমার পরিবার কোনো দিন তাকে পড়া ছেড়ে অন্য কোনো কাজের জন্য চাপ দেয় নি, আমাকে অনেক অনেক বেশি পড়ার জন্য উৎসাহ দিয়ে এসেছে। তাই আমি কমার্সে মাস্টার্স করার সাথে সাথে আইনের পড়াও চালিয়ে যেতে পেরেছি। “বাবা অশোক টোদির কথায়, “তেহারিতে আমার একটা ছোটো দোকান ছিল প্রথমে, কিন্তু দোকানের বিক্রিবাটা খুব একটা ভালো হতো না, তাই আমি ঠিক করেছিলাম তেহারি থেকে দেরাদুনে চলে আসার। তারপর আমি দেরদুনেও একটা দোকান খুলি কিন্তু তাও লাভের মুখ দেখতে পারি নি, তাই শেষে একটা অটো কিনে চালানো শুরু করি। কিন্তু আমি  বা আমার স্ত্রী কোনো দিন মেয়েকে খারাপ শিক্ষা দিতে পারি নি, ওকে সবসময় বড়ো কিছু হওয়ার জন্য বলতাম। ওর এই সাফল্য আমাদের আনন্দের উপহার। পুনমের ইচ্ছা সমাজের সেইসব মানুষদের সাহায্য করা যারা তাদের লক্ষ্যে অবিচল কিন্তু আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে ও তাই তারা সামাজিক ন্যায় বিচার পায় না। তাই সে চাই তার আইনের মাস্টার্স পুরো করতে এবং এই জন্য সে তেহারিতে তার উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়েছে।তার এই অদম্য সাহস ও সফলতা তাকে সারা রাজ্য ও দেশের কাছে নারী শক্তির এক নতুন উদাহরণ তৈরি করেছে।