শাহরুখ নয়, দীপিকাও ফেল! বলিউডের সেরা নায়ক-নায়িকার পুরস্কার পেলেন এই তারকা জুটি

দাদাসাহেব ফালকে পুরস্কার (Dada Saheb Phalke Award), এই পুরস্কার কার্যত বলিউড (Bollywood) শিল্পীদের যোগ্যতা অনুসারে তাদের হাতে তুলে দেওয়া হয়। দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া মানে বলিউড শিল্পীদের কাছে বিশেষ সম্মান। ২০২৩ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার উঠল রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) হাতে। এছাড়াও অন্যান্য বিভাগে পুরস্কার পেয়েছেন বলিউডের অন্যান্য তারকারাও। এই প্রতিবেদন থেকে জেনে নিন সেই তালিকা।

আলিয়া ভাট এবং রণবীর কাপুর সেরা নায়ক এবং সেরা নায়িকা বিভাগে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন। আলিয়া সঞ্জয় লীলা বানসালির ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য এই পুরস্কার জিতেছেন। গত বছর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ১০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল। গত বছর মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। এই ছবির জন্য রণবীর সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন।

DADA SAHEB PHALKE AWARD ALIA REKHA VARUN

গত সোমবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রণবীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার বদলে আলিয়া তার হয়ে পুরস্কারটি নিয়েছেন। অন্যদিকে বরুণ ধাওয়ান ‘ভেড়িয়া’ ছবির জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন।

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সেরা ছবির পুরস্কার জিতেছে। এই ছবির জন্য অনুপম খের সেরা ভার্সেটাইল অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন। অনুপম খের এই পুরস্কার জিতে আবেগে আপ্লুত হয়ে সোশ্যাল মিডিয়াতে লেখেন, “ধন্যবাদ, দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য।” অনুপম খের এই পুরস্কার জিতেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘কার্তিকেয় ২’ এবং ’উঁচাই’ ছবিতে অভিনয়ের জন্য।

DADA SAHEB PHALKE AWARD 2023

এছাড়া অন্যান্য বিভাগে পুরস্কার উঠেছে কাদের হাতে দেখে নিন এক নজরে। সেরা পরিচালক হিসেবে আর বালকি পুরস্কার জিতেছেন ‘চুপ’ ছবির জন্য। ‘কান্তারা’ ছবির জন্য ঋষভ শেট্টিও পুরস্কার পেয়েছেন। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ড ২০২৩ পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী রেখাও। তিনি অভিনয় জগতে তার অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন।

ANUPAM KHER ON DADA SAHEB PHALKE AWARD 2023

এছাড়া সেরা ওয়েব সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রুদ্র’। ফিল্ম অফ দ্যা ইয়ার নির্বাচিত হয়েছে আর আর আর। টেলিভিশন সিরিজের মধ্যে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন জাইন ইমাম।‘ ইশক মে মারজাওয়া’ সিরিয়ালে অভিনয় করার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা গায়ক হিসেবে সচেত ট্যান্ডন এবং গায়িকা হিসেবে নীতি মোহন পুরস্কার পেয়েছেন।