ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গতি’, ভেস্তে যেতে পারে দুর্গাপুজো

একেই করোনা থাবা, তার ওপর এক নতুন আশঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা। পুজোর আগে বাংলায় আসছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত।  যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশিমাঞ্চলের জেলাগুলিতে চলবে বৃষ্টিপাত। সপ্তাহান্তে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এবং আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই দুটি নিম্নচাপের মধ্যে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামিদিনে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে এবং তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হলেই এর নাম হবে ‘গতি’।

সপ্তাহান্তে বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আন্দামান সাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা অগ্রসর হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে এবং পরিণত হবে গভীর নিম্নচাপে। বাংলাতে এর প্রভাব পড়তে পারে।

এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে। যার ফলে দুর্গা পুজো ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই ঘূর্ণিঝড় তৈরি হলে এর গতিপথ কোনদিকে হতে পারে তা এখনো স্পষ্ট নয়।

তবে আবহবিদেরা মনে করছেন ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলাদেশের দিকে বয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে বয়ে গেলেও তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বলে মনে করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ বাংলার দিকে ঘুরে গেলে ফের বিপুল বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারে রাজ্য।

এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত।  ঘূর্ণিঝড়ের নামের যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছিল তার প্রথমেই ছিল “নিসর্গ’, যা কয়েকদিন আগেই মুম্বইয়ের উপর দিয়ে বয়ে গেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গতি’। গতির পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নামগুলি হল যথাক্রমে নিভার, বুরেভি, তকলি, যাস, গুলাব, শাহীন, জওয়াদ, অশনি, সিতরং, ম্যানডৌস ও মোচা।

আমফানে লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। সেই ক্ষতি এখনো ঠিকমতো সামাল দিতে পারেনি রাজ্য।  আর তারই মাঝে পুনরায় আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দুঃস্থ দরিদ্র মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে।