আপনি কি ডিম প্রেমী মানুষ? তাহলে আপনাকে প্রায়ই এক বড় সমস্যার সন্মুখীন হতে হয় নিশ্চই। সমস্যা ঠিক বলা চলেনা অবশ্য, পরীক্ষা! কিরকম? বলছি। পরীক্ষাটি হলো সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সময় সম্পূর্ণ ডিম টিকে আস্ত রাখা। অনেকেরই খোলস ছাড়ানোর সময় ডিমের বেশ কিছু অংশ খোসার সাথেই উঠে যায়। বলুন মশাই, এ দুঃখ কি আর বর্ণনা করা যায়?! আবার খোসা না ছাড়িয়ে তো সেটি গলাধঃকরণ করাও যায়না। তাহলে এবার ডিমের খোসা ঠিকভাবে ছাড়ানোর একটি উপায় জেনে নিন।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও বেশ ভাইরাল হয় যেখানে মাত্র ৯ সেকেন্ড সময়ের মধ্যেই নিখুঁত ভাবে ডিমের সেই খোসা ছাড়িয়ে ফেলেছেন। ব্যক্তিটি একটি কাচের গ্লাস এর মধ্যে সিদ্ধ ডিম দিয়ে তাতে কিছুটা জল দিয়ে হাত দিয়ে গ্লাস এর মুখ চেপে কিছু সেকেন্ড নাড়ালেন। ফলে ডিমের জলের আর গ্লাসের ধাক্কাধাক্কি হলো, আর তার পরেই চমৎকার! একটু চাপ দিতেই নিখুঁত ভাবে সেই খোসা আলাদা হয়ে গেল ডিম থেকে!
অনেক নেটিকেন অবশ্য এটি নিজে চেষ্টা করতে গিয়ে বিপত্তি ঘটিয়েছেন, অনেকের আবার এতে কোনো লাভ হয়নি। তবে এরকম ভিডিও দেখে ডিম প্রেমী নেটিজেন র কে ভালোই মেতে উঠেছে তা বলাই যায়।
দেখুন সেই ভাইরাল ভিডিও :-
Apparently I've been cracking open hard boiled eggs wrong all this time… who knew? ? pic.twitter.com/hz6eNnWUkc
— Madeyousmile (@Thund3rB0lt) January 5, 2020