বাংলা টেলিভিশনে (Bengali Telivision) নিত্য নতুন সিরিয়ালের (Bengali Mega Serial) যাওয়া-আসা লেগেই আছে। দু-তিন বছর আগে অবশ্য এরকমটা হত না। কোনও সিরিয়াল শুরু হলে সেটা অন্তত তিন চার বছর চলত। সেই মেয়াদ এখন কমতে কমতে কখনও কখনও তিন-চার মাসেও এসে দাঁড়িয়েছে। এবার ৮ মাসের মাথাতেই শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল। শুক্রবার হয়ে গেল তার অন্তিম শুটিং।
স্টার জলসা এবং জি বাংলার পাশাপাশি কালার্স বাংলাতেও (Colours Bangla) এখন সিরিয়াল বন্ধের ধুম লেগেছে। তবে টিআরপির দৌড়ে এগিয়ে থাকা সিরিয়ালকেই বন্ধ করে দিচ্ছে কালার্স বাংলা। বন্ধ হয়ে যাচ্ছে দর্শকদের অতি পছন্দের সিরিয়াল ইন্দ্রানী (Indrani)। অঙ্কিতা চক্রবর্তী এবং রাহুল গঙ্গোপাধ্যায়ের অসমবয়সী জুটির এই সিরিয়াল দর্শকরা বেশ পছন্দ করছিলেন।
কিন্তু খুব শীঘ্রই কালার্স বাংলাতে আসছে একটি নতুন সিরিয়াল। এই সিরিয়ালের নাম ‘রামকৃষ্ণা’। নতুন এই সিরিয়ালের প্রোমো কয়েক সপ্তাহ আগে প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার জানা গেল ‘রামকৃষ্ণা’র আগমনে আসলে কপাল পুড়েছে ইন্দ্রানীর। কারণ রামকৃষ্ণাকে জায়গা করে দিতেই সরে যেতে হচ্ছে ইন্দ্রানীকে। তাই অন্তিম শুটিং সারলেন কলা-কুশলীরা।
শুক্রবার ইন্দ্রানীর সেটে শেষবারের মতো শট দিলেন সকলে। শুটিং এর শেষ দিনে স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ ছিল। তবে নতুনকে জায়গা করে নিতে পুরাতনকে তো বিদায় নিতেই হয়। অন্তিম শুটিং এর দিনক্ষণ তো জানা গেল। এবার জানা গেল ধারাবাহিকের অন্তিম সম্প্রচারের দিনটাও।
আগামী ৯ই এপ্রিল কালার্স বাংলাতে রাত আটটার সময় শেষবারের মত সম্প্রচারিত হবে এই মেগা সিরিয়াল। তারপরই বিদায় নেবে ইন্দ্রানী। শুরু হওয়ার পর থেকেই ইন্দ্রানী বেশ ভাল টিআরপি পাচ্ছিল। প্রাইম টাইম হলেও স্টার জলসা এবং জি বাংলার বিপরীতে বেশ ভালই ফলাফল দিচ্ছিল কালার্স বাংলার এই মেগা সিরিয়াল।
ইন্দ্রানী চ্যানেল টপার থেকেছে বেশ কিছু সময় ধরে। কিন্তু তাতেও মাত্র কয়েক মাসের মাথায় সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার খবরে বেশ মন খারাপ ভক্তদের। সোশ্যাল মিডিয়াতে চ্যানেলের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। কেউ কেউ আবার চ্যানেল বয়কটের ডাক দিচ্ছেন। দর্শকদের মধ্যে সকলেই চাইছেন যেন অন্ততপক্ষে তাদের ইচ্ছের মর্যাদা দিয়ে হ্যাপি এন্ডিং হয় সিরিয়ালের।