Chumki Chowdhury In Dwitiyo Basanta : অভিনয় জগৎ বাইরে থেকে যতটা ঝাঁ চকচকে সুন্দর লাগে, ভিতর থেকে ততটাই কঠিন। কারণ টলিউডে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের নিজেদের প্রতিভা থাকার সত্বেও সেইভাবে কদর পাননি। যার ফলে বর্তমানে টলিউড (Tollywood) -র স্বর্ণযুগের তারকারা অনেকেই ছোট পর্দায় অভিনয় করছেন। তাদের মধ্যে একজন হলেন পরিচালক অঞ্জন চৌধুরী (Anjan Chowdhury) র কন্যা চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। কিন্তু এই অভিনেত্রীর অনুরাগীদের জন্য সুখবর। আবার ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন চুমকি চৌধুরী।
নিউ আলিপুর কলেজ থেকে স্নাতক পড়াশোনা শেষ করেন চুমকি। বাবা যেহেতু জনপ্রিয় পরিচালক তাই অভিনেত্রী চেয়েছিলেন তিনিও নিজের কেরিয়ার তৈরি করবেন সিনেমা জগতেই। অঞ্জন চৌধুরী পরিচালিত হীরক জয়ন্তী সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় পা রেখেছিলেন চুমকি। তবে এই সিনেমার মধ্য দিয়ে ঠিক সেভাবে নিজের পরিচিতি গড়ে তুলতে পারেননি চুমকি।
১৯৯১ সালে সিনেমা অভাগিনী তাকে সাফল্য এনে দেয়। বাবার ছত্রছায়াতে থেকেই নিজেকে বাংলা সিনেমার শীর্ষ দেখার স্বপ্ন দেখেছিলেন চুমকি। কিন্তু দুর্ভাগ্যবশত এত বড় পরিচালকের সন্তান হয়েও সেটা হয়ে ওঠেনি। উপরন্তু আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলতে থাকেন সিনেমা জগত থেকে। এরপর বহুবছর পর ছোট পর্দার মধ্যে দিয়ে অভিনয়ে ফিরে আসেন তিনি।
এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার আলতা ফড়িং ধারাবাহিকে। তারপর থেকে তিনি আর কোনো কিছুতে অভিনয় করেননি। আর এবার তিনি আবার এক ধারাবাহিকের মধ্যে দিয়ে কামব্যাক করতে চলেছেন। জানাগেছে এবার তাকে চিরাচরিত শাশুড়ির ভূমিকা ছেড়ে এক অন্যরকম শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই সেই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সান বাংলা (Sun Bangla) -র নতুন ধারাবাহিক দ্বিতীয় বসন্ত (Dwitiyo Basanta) এর প্রমো। যাতে শাশুড়ি হিসেবে দেখা যাচ্ছে চুমকি চৌধুরীকে। একদম নতুন ধরনের গল্প। প্রোমোতেই প্রকাশ পেয়েছে একজন মানুষ কতটা উচ্চ মানসিকতার হতে পারে। ছেলের বউ প্রতারণার শিকার। তার বিয়ে দেওয়ার জন্যই উঠে পরে লেগেছেন শাশুড়ি নিজেই। এমন সহজে কিন্তু দেখা যায় না।
আরও পড়ুন : টিআরপি তুলতে গাঁজাখুরি গল্প! টিভি সিরিয়ালের ভাইরাল দৃশ্য দেখে হেসে খুন দর্শকরা
আরও পড়ুন : কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের কমলা ও মানিক এপিসোড পিছু কত টাকা পায়?
তবে এরকম একটি চরিত্রে অভিনয় করতে পারে খুব খুশি চুমকি চৌধুরী। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার ভীষণ ভাল লাগছে। এমন ধরনের নতুন একটা চরিত্র। আলাদা রকমের। যে মানুষটি মেয়ের থেকেও বেশি তার বৌমাকে ভালবাসে। এমন একটি চরিত্র পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে”। অন্যদিকে এই ধারাবাহিকে চুমকির বৌমার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সোহিনী গুহরায়। এছাড়াও থাকছেন রাজদীপ গুপ্ত এবং জেসমিন রায়।