‘রাজ চক্রবর্তী সঙ্গে আর কোনদিনও কাজ করতে চাই না’, বিস্ফোরক রাহুল ব্যানার্জি

আজ থেকে ১৪ বছর আগে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালিত ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। এই ছবি বাংলা সিনেমা জগতে এক আনকোরা নতুন জুটির জন্ম দিয়েছিল। এই ছবির সুবাদেই রাতারাতি সুপারস্টার হন রাহুল অরুণোদয় ব্যানার্জি (Rahul Arunodoy Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। তবে এরপর আর রাজ চক্রবর্তীর কোনও সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি রাহুলকে। ১৪ বছর পর জানা গেল তার আসল কারণ।

প্রিয়াঙ্কা এবং রাহুল যখন ছবি দুনিয়াতে পা রেখেছিলেন তখন তাদের বয়স ছিল যথাক্রমে ১৭ এবং ২৪ বছর। ‘চিরদিনই তুমি যে আমার’ শুধু রাহুল-প্রিয়াঙ্কার প্রথম ছবি নয় রাজ চক্রবর্তীরও প্রথম ছবি ছিল। ছবির গান থেকে শুরু করে গল্প, রাহুল-প্রিয়াঙ্কার প্রেম বিরহের দৃশ্যগুলো যেন এখনও দর্শকদের চোখের সামনে ভাসে।

তবে এই ছবির পর থেকেই রাজ চক্রবর্তীর সঙ্গে রাহুলের সম্পর্কের অবনমন হয়। পরিচালকের প্রতি বেজায় ক্ষোভ, রাগ আর অভিমান জমা হয়ে রয়েছে অভিনেতার মনে। তিনি আনন্দবাজারকে বলেছেন, “আমি আর রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চাই না। এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু ছিল না।”

কারণ হিসেবে তিনি বলেছেন, “ভাল ছবির নোংরা দিক নিয়ে আলোচনা করতে চাই না। নবাগত হিসাবে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। আমরা একে অপরের সঙ্গে কাজ করতে চাই না। ছবি মুক্তির একমাসের মধ্যে আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিলেন রাজ। আমাকে প্রিয়াঙ্কাকে নিয়েও বাজে কথা বলেছিলেন।”

রাহুলের অভিযোগ, ‘‘প্রেম আমার’ তো আমার জন্যই লেখা হয়েছিল। কিন্তু সেখান থেকে রাজ আমাকে সরিয়ে দেয়। আমার তাতে কিছু আসে যায় না। প্রেম আমার করলে কী হত, তৃণমূলের বিধায়ক হতাম। যা আমি কোনওদিনই হতে চাই না। আমি যা ছিলাম সেটাই থাকতাম।” তবে জীবনের প্রথম ছবি নিয়ে অনেক ভাল স্মৃতিও রয়েছে তার মনে।

রাহুলের কথায়, “অনেক কিছু মনে পড়ে এখন ফিরে তাকালে। কত বাচ্চা ছিলাম আমরা। এখন ভাবনা চিন্তাই বদলে গিয়েছে। চিরদিনের সঙ্গে একটা স্মৃতি সবসময়ই জড়িয়ে থাকবে, সেই সময়ই আমার সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কটা পরিপূর্ণ রূপ নেয়। আর এই ছবি মুক্তির পর সেই সময় হাজার খানেক জুটি পালিয়ে বিয়ে করে। এককথায় পালিয়ে বিয়ে করার অনুপ্রেরণা হয়ে গিয়েছিলাম আমরাই।”