জাল নয় পাখি দিয়ে মাছ ধরছে চিন, তুমুল ভাইরাল ভিডিও

মৎস্যজীবী পরিবারের অন্যতম পেশা হচ্ছে মাছ ধরা। তাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নিজের জীবন বিপন্ন করেও যেতে হয় মাছ ধরতে। মাছ ধরার জন্য নৌকা,ছিপ,টোপ,জালের ইত্যাদির ব্যবহার প্রায় সর্বজনবিদিত। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে মাছ ধরার একটি নতুন পদ্ধতি দেখা যাচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মাছ ধরার একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে একটি  পাখির সাহায্যে মাছ ধরার কৌশল দেখানো হয়েছে।যা দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে জালের মধ্যে একটি পাখি কে বসিয়ে জলের গভীরে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপর পাখিটা যখন মুখে করে মাছ তুলছে, তখন নৌকায় থাকা মানুষটি জাল সুদ্ধ পাখিটিকে তুলে নিচ্ছেন নৌকায়। এরপর তিনি পাখিটার মুখ থেকে মাছটা তুলে নিচ্ছেন।

এই ভাবেই তিনি একটার পর একটা মাছ ধরে গেছেন।’Team classic’ নামের একটি  ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “কি অদ্ভুত ভিডিও, না দেখলে মিস করবেন।” কিন্তু অনেক নেটিজেনই এই কাজের তীব্র সমালোচনা করেছেন।

ফেসবুকে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

অধিকাংশ নেটিজেনদেরই বক্তব্য এইভাবে পাখির মুখের থেকে খাবার কেড়ে নেওয়া ঠিক না। আবার অসহায় পাখিদের সাহায্যে এইভাবে মাছ তোলার প্রক্রিয়াটিকেও অনেকে ঠিকমতো মেনে নেন নি। তবে মাছ ধরার অদ্ভুত এই পদ্ধতিটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে।