WhatsApp না খুলেই দেখা যাবে কে কে Online, জেনে নিন ট্রিক

বর্তমান প্রজন্মের কাছে WhatsApp হল একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অ্যাপ। প্রত্যেকটি নতুন আপডেটের সঙ্গে নতুন ফিচার নিয়ে আসে WhatsApp। তবে এই WhatsApp er এমন অনেক ফিচারস আছে যা হয়তো অনেকেই জানেনা।

আমরা সকলেই জানি WhatsApp এর Last seen অপশনটি বন্ধ করে দিলে আপনি অনলাইন ছিলেন কিনা তা জানা কঠিন হয়ে পড়ে। তবে সেই সমস্যার সমাধান করেছে WhatsApp নতুন ফিচার। চলুন জেনে নিন সেই ট্রিক যার মাধ্যমে আপনি সহজেই জেনে যাবেন আপনার বন্ধুরা ও আত্মীয়রা অনলাইন আছে কিনা?

WhatsApp এ বন্ধু বা আত্মীয়দের মেসেজ পাঠানোর আগে এবার থেকে জানতে পারবেন তারা অনলাইন আছে কি নেই। আর তার জন্য বারবার WhatsApp খুলে দেখতে হবে না।

   

এই নতুন ট্রিকের মাধ্যমে আপনি সহজেই জানতে পেরে যাবেন WhatsApp এ কে কে অনলাইন রয়েছে। এমনকি অনলাইন না এসেও জানতে পারবেন আপনার বন্ধুদের ও আত্মীয়দের Status। চলুন জেনে নেই সেই ট্রিকটি।

তার জন্য আপনাকে সবার প্রথমে GBWhatsApp গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে সেটিকে ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর Settings এ গিয়ে Main/Chat screen অপশনটিকে বেছে নিতে হবে।

তারপর সেখানে Contact Online Toast অপশনটিকে বেছে নিতে হবে। সেখানে আপনি Show contact online toast নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে আপনি যেই যেই কন্টাক্ট গুলির সম্পর্কে জানতে চান সেগুলিকে সিলেক্ট করলেই তারা যখনই অনলাইন আসবে তখনই এই অ্যাপটি আপনাকে Notification পাঠিয়ে দেবে।

প্রসঙ্গত, এই ট্রিকটি করার জন্য একটি Third-party অ্যাপ এর দরকার পড়ে। তাই এই তিনটি ব্যবহার করার আগে সতর্ক থাকবেন। কারণ আপনার মোবাইল ফোনে কোন Third-party অ্যাপ নিরাপদ নয়। এতে আপনার ফোনে Virus ঢুকতে পারে।