
দেশজুড়ে গ্যাস সিলিন্ডার অগ্নিমূল্য। মার্চ মাসের প্রথম থেকেই ২৫ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। অন্যদিকে বেশ কিছু বছর ধরেই গ্যাসের সাবসিডি (Subsidy) গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে সাবসিডি নিয়েও।
অনেকে বুঝতেই পারছেন না তাদের কাছে সাবসিডি আদৌ পৌঁছাচ্ছে কিনা। যদি আপনার সাথে এরকমটা ঘটে, তাহলে চিন্তা করবেন না। একটি উপায় আপনি নিজেই যাচাই করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে সাবসিডি পৌঁছাচ্ছে কিনা।
কীভাবে বুঝবেন আপনি সাবসিডি পাচ্ছেন কিনা?
প্রথমেই আপনার মোবাইল ফোন থেকে www.mylpg.in ওয়েবসাইটে লগইন করুন।এখানে অনেকগুলি ক্যাশ সংস্থার মধ্যে থেকে আপনার প্রোভাইডারকে সিলেক্ট করুন। এরপর আপনার এলপিজি আইডি, রেজিস্টার মোবাইল নাম্বার ইনপুট করুন এবং চলতি আর্থিক বছর সিলেক্ট করুন।প্রত্যেক মাসের আপনার অ্যাকাউন্টে যে সাবসিডির টাকা ঢোকে তা এখানে নথিভুক্ত করা থাকবে।
সাবসিডি না ঢুকলে কী করবেন?
যদি আপনার কাছে কোন সাবসিডি না আসে এবং আপনি অভিযোগ জানাতে ইচ্ছুক হন সাথে সাথে ফিডব্যাক বাটন টিপে আপনার অভিযোগ জানাতে পারেন।
সাবসিডি ঢোকে না কেন?
অনেক সময় এলপিজি আইডি ব্যাংক একাউন্টের সাথে যুক্ত না থাকার ফলে সাবসিডির টাকা ঢোকে না।এই কারণেই বিগত কিছু দিনে বহু সংখ্যায় অভিযোগ জমা পড়েছে।
এলপিজি আইডিটিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত করার পদ্ধতি
আপনি যদি আপনার এলপিজি আইডিটিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনি আপনার অভিযোগ ১৮০০২৩৩৩৫৫৫ টোল ফ্রি নম্বরে ফোন করে জানাতে পারেন।