‘Tiger 3’তে সালমান খানের নায়িকা হবেন ‘চন্দু চায়ওয়ালা’র সুন্দরী স্ত্রী, রূপ দেখে ঝলসে যাচ্ছে চোখ

হিন্দি টেলিভিশন সিরিজগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল দ্য কপিল শর্মা শো (The kapil sharma Show)। প্রত্যেক সপ্তাহে শেষে শনি এবং রবিবারে দর্শকদের ভরপুর বিনোদন জোগাতে টিভির পর্দায় হাজির হয় কপিল শর্মার গোটা টিম। তাই এই দুটো দিনের জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ। একা কপিল শর্মা নন, তার শোয়ের প্রত্যেক সদস্যই ভীষণ গুরুত্বপূর্ণ দর্শকদের কাছে। এদের মধ্যে একজন হলেন চন্দু চায়ওয়ালা (Chandu Chaiwala), যার আসল নাম চন্দন প্রভাকর (Chandan Prabhakar)।

চন্দন প্রভাকর কপিল শর্মার ছোটবেলার বন্ধু ছিলেন। বর্তমানে দুই বন্ধু মিলে একসাথে একই শোতে কাজ করছেন। এবার চন্দন প্রভাকরের স্ত্রীও নাকি পা রাখতে চলেছেন বলিউডে। তাও আবার সালমান খানের (Salman Khan) আসন্ন ছবিতে! যতদূর জানা যাচ্ছে সালমানের আসন্ন ছবি টাইগার ৩ এই নাকি বলিউডে অভিষেক করার সুযোগ পেয়েছেন চন্দন প্রভাকরের স্ত্রী নন্দিনী খুরানা।

চন্দু চায়ওয়ালার সুন্দরী স্ত্রীর খবর এরই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে নেট দুনিয়ার বাসিন্দারা এতদিনে বেশ চিনে নিয়েছেন তাকে। তিনি তার সৌন্দর্যের জন্য সকলের কাছে দারুণ প্রশংসা পান। সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার ৩’-এর মাধ্যমেই তিনি বলিউডে পা রাখতে চলেছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

এই বছরের ঈদ কিংবা দিওয়ালিতে মুক্তি পেতে পারে সালমান খানের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবিটি। এর আগের দুটি ছবিও বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। তাই এই সিরিজের তৃতীয় ছবি আসার খবরে সালমান ভক্তরা দারুণ উৎসাহিত হয়ে রয়েছেন। কপিলের শোয়ে কাজ করার সুবাদে চন্দন প্রভাকরকে এক ডাকে সবাই চেনে আজ। সালমান খানের ছবিতে কাজের খবর রটে যেতেই চন্দনের স্ত্রী নন্দিনীর ফ্যান ফলোয়ার্স হু হু করে বাড়ছে।

চন্দন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝেমধ্যেই স্ত্রী-সন্তানসহ গোটা পরিবারের ছবি শেয়ার করে থাকেন। সেখান থেকেই নন্দিনী সম্পর্কে অনেক কিছুই জানা যায়। ২০১৫ সালে চন্দন এবং নন্দিনীর বিয়ে হয়েছিল। এরপর তাদের কোল জুড়ে এসেছে ছোট্ট এক কন্যা সন্তান। চন্দন প্রভাকরের স্ত্রীকে দেখলে বলিউড নায়িকা ভেবে ভুল করে বসেন অনেকেই।

এর আগেও বহুবার চন্দু চায়ওয়ালার স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি লক্ষ্য করা গিয়েছিল। বর্তমানে ফের একবার তাকে নিয়ে বলিউডের অন্দরে চর্চা শুরু হয়েছে। তবে সালমানের ছবিতে তিনি কোন চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন, চরিত্রে নিরিখে ছবির জন্য তা কতটা গুরুত্বপূর্ণ নয় সে সম্পর্কে জানা যায়নি কিছুই।