চাণক্য মতে মা লক্ষীকে ঘরে রাখতে মেনে চলুন এই নীতি

হিন্দু বাঙালীদের প্রতিটি গৃহেই মা লক্ষী বিরাজ করেন। প্রতি বৃহস্পতিবার এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় ধূপ-ধুনো দিয়ে মা লক্ষীকে আরাধনা করা হয়। সকলেই শান্তির কামনায় ও সংসারে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে লক্ষী দেবীকে বাড়িতে প্রতিষ্ঠা করেন।

তবে অনেক সময় মা লক্ষী বাড়িতে থাকলেও সংসারে অশান্তি লেগেই থাকে। তাই চাণক্যের নীতি অনুযায়ী এই  কারণগুলির জন্য লক্ষীদেবীর বিরাজ করতে পারেন না-

   

১.যাঁরা অতিথিদের সেবার জন্য টাকার কথা ভাবেন বা সম্মান করেন না তাদের বাড়িতে লক্ষী দেবী বিরাজ করেন না।

২. যাদের বাড়িতে স্বামী-স্ত্রী সবসময় ঝগড়ায় মেতে থাকেন তাদের বাড়িতে অমঙ্গল বাসা বাঁধে।

লক্ষী দেবীকে শান্ত করতে এই গুলি করুন-

১. আর্থিক সমস্যার কথা লোককে না জানিয়য়ে বাড়ির মধ্যে রাখাই উচিত।

২. নিজের ব্যক্তিগত সমস্যা অপরকে না বলে নিজেই সমাধানের চেষ্টা করুন। তাতে সমস্যা কমবে।

৩. নিজের স্ত্রী বা স্বামীর সমস্যা থাকলে তা নিয়ে বিবাদ না করে নিজেদের মধ্যে সমঝোতা করা দরকার।