লাগবে না সেট টপ বক্স, ফ্রিতেই দেখতে পাবেন ২০০ চ্যানেল, দারুণ পদক্ষেপ সরকারের

বর্তমানে যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে যেমন দর্শকদের বিনোদনের জন্য টিভিতে একাধিক চ্যানেল বেড়েছে, তেমনই তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টিভি দেখার খরচ। TRAI এর নতুন নিয়ম অনুসারে কেবিলে চ্যানেল দেখার ক্ষেত্রে যতগুলো চ্যানেল দেখবেন তার অনুযায়ী সেই ভাবে মাসিক খরচ নির্ধারিত হয়। তবে এবার থেকে কিন্তু টিভি (Telivision) দেখার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

আগে একটা সময় ছিল যখন চ্যানেলের এত রমরমা ছিল না তবে টিভি দেখার জন্য বাড়তি মাশুল গুনতে হত না। তবে কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুসারে আপনি একাধিক চ্যানেল দেখতে পারবেন তাও আবার নিতান্তই বিনাশুল্কে (Free Watch 200 Channels)। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ থাকুর সম্প্রতি জানিয়েছেন এবার থেকে ফ্রিতে আপনি প্রায় ২০০ টি চ্যানেল দেখতে পারবেন।

Dish TV

এখন টিভি দেখার জন্য সেট টপ বক্স আর ডিস কার্যত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তবে তার ছাড়াই এবার ফ্রিতে কেবল দেখতে পারবেন, সেই ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন টেলিভিশনে বিল্টইন স্যাটেলাইট টিউনার থাকলে তার জন্য ঠিক কী কী সুবিধা পেতে পারেন আপনি।

আপনার টেলিভিশনে যদি এই স্যাটেলাইট লাগানো থাকে তাহলে আলাদা করে সেট টপ বক্স লাগাতে হবে না। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু গ্রহণ হয়নি। এখনো এই বিষয়টি প্রস্তাবের পর্যায়ে রয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে এরই মধ্যে।

SET TOP BOX

অনুরাগ থাকুর সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, “আমি অনেক আগেই বলেছিলাম টেলিভিশন নির্মাতাদের সঙ্গে কথা বলে বিল্ট ইন স্যাটেলাইট টিউনার লাগানোর ব্যবস্থা করতে হবে। যদি তারা রাজি হয়ে যায় তাহলে খুব সহজেই সেট টপ বক্স ছাড়াই ২০০ টি চ্যানেল দেখতে পাবেন সাধারণ মানুষ।”

TELIVISION

বর্তমানে ভারতে ফ্রি ডিস গ্রাহকের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ২০১৫ সালে এই সংখ্যাটা ছিল ২ কোটির কাছাকাছি। এখন সেই সংখ্যাটা ৪.৩ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। ফ্রি ডিসে বিনোদনমূলক চ্যানেলের সংখ্যা বেড়েছে। সেই কারণে বহু মানুষ ফ্রি ডিস পছন্দ করছেন।