বাংলা টেলিভিশনের (Bengali Telivision) রিয়েলিটি শো’য়ের দৌড়ে জনপ্রিয়তার বিচারে এগিয়ে থাকে জি বাংলার (Zee Bangla) দাদাগিরি (Dadagiri)। সপ্তাহান্তে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) পরিচালনায় এই গেম শো দেখার জন্য অপেক্ষা করে বসে থাকেন দর্শকরা। সাধারণের পাশাপাশি বিনোদন জগতের মানুষেরাও এই গেম শো খেলতে আসেন। সেই সব স্পেশাল পর্ব দর্শকরা জমিয়ে উপভোগ করেন। তবে এবার দাদাগিরিতে সেলিব্রিটি স্পেশাল পর্ব দেখলে দর্শক এক নিমেষেই পৌঁছে যাবেন নিজের নিজের ছোটবেলায়।
ছোটবেলা মানেই দাদু-ঠাকুমার অনেক আদর আর রূপকথার দুনিয়ার খোলা দরজা! এভাবেই ছোট থেকে বড় হয়ে ওঠা সকলের। দাদাগিরির আসন্ন পর্বে সেই রূপকথার দুনিয়ার চরিত্ররাই হাজির হবেন দর্শকের সামনে। তাদের উপস্থাপন করবেন ভয়েস অ্যাক্টর সমাপ্তি দাস। সমাপ্তি দাদাগিরিতে ‘ঠাকুমা, নাতনি এবং রাক্ষসী’র গল্প শোনাবেন। তিনি নিজেই আলাদা আলাদা স্বরে এই তিনটি চরিত্রকে জীবন্ত করে তুলবেন মঞ্চে।
টেলিভিশনে বিশেষ করে ছুটির দিনে ছোট ছোট বাচ্চাদের জন্য রূপকথার গল্পকে কার্টুনে রূপান্তরিত করে সম্প্রচার করে থাকে বহু চ্যানেল। ছোটদের পাশাপাশি বড়রাও সে সব জমিয়ে উপভোগ করেন। আসলে রূপকথার জগতে সকলের জন্য অবারিত দ্বার। সমাপ্তির মত শিল্পীরাই এই চরিত্র এবং গল্পগুলিকে পর্দার ওপার থেকে জীবন্ত করে তোলেন। তবে এই কার্টুনের নেপথ্যে যাদের গলার স্বর শোনা যায় তাদের পরিচয় গোপনই থেকে যায়।
দাদাগিরির মঞ্চে এবার সেই সমস্ত অখ্যাত শিল্পীদেরই প্রতিনিধিত্ব করবেন সমাপ্তি। উল্লেখ্য, সমাপ্তি শুধু জিবাংলার নয়, একাধিক চ্যানেলে কার্টুনের বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তুলেছেন। তিনি কীভাবে এই পেশার সঙ্গে যুক্ত হলেন সেই গল্প তিনি সৌরভ গাঙ্গুলিকে শোনালেন। সমাপ্তির জীবনের গল্পটা শুনলেন সারা বাংলার মানুষ। একই সঙ্গে তিনি তিন রকম গলার আওয়াজে একটি রূপকথার গল্প তুলে ধরলেন দর্শকদের জন্য।
সমাপ্তি একা একাই ঠাকুমা, নাতনি এবং রাক্ষসীর চরিত্র নিজের গলার আওয়াজ ব্যবহার করে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছেন। তার এমন প্রতিভা দেখে অবাক হয়ে গিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভয়েস অ্যাক্টরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। সপ্তাহান্তে সম্প্রচারিত হবে দাদাগিরির এই বিশেষ পর্ব।