এনআরসি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে অগ্নিগর্ভ দেশ। বিভ্রান্তির ফলে পুরো দেশ জুড়ে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে।এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) তথা জনসংখ্যা পঞ্জি প্রস্তুতির অনুমোদন দিল মোদি মন্ত্রিসভা।
তার সাথেই সরকারের তরফ থেকে জানানো হলো NPR-এর জন্য কোনও বায়োমেট্রিক বা তথ্য লাগবে না। অর্থাৎ আঙুলের ছাপ, চোখের রেটিনার ছবি এমনকি জন্ম পরিচয়, বাড়ির ঠিকানার প্রমাণ পত্র ইত্যাদি কোনও নথিও লাগবে না। মানুষ নিজের থেকে যে তথ্য সরকারকে দেবে তাই গ্রহণ করা হবে। এমনকি মানুষ চাইলে সরকারের মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমেও ডকুমেন্ট জমা দিতে পারেন।এইজন্য সরকারের মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে। কেউ চাইলে সেটি ডাউনলোড করে তথ্য সাবমিট করতে পারেন। শুধু তাই নয়, আগের ফর্মটিকেও আরো সহজ সরল করা হয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরের কথায় এই বিষয়টি বোঝায় যায় যে, সারা দেশ জুড়ে NRC ও CAA নিয়ে যে প্রতিবাদ চলছে সেটা সরকারের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, “এই বিষয় দেশের জনগণের উপর আস্থা রেখেছে সরকার।”
#Cabinet approves conduct of Census of India 2021 and updation of National Population Register#cabinetdecisions pic.twitter.com/ow1wtFcbn3
— PIB India (@PIB_India) December 24, 2019
সরকারের চেষ্টা চলছে যে এই বিষয়ে দেশের জনগণের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না ছড়ায়। জাভরেকর এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “NRC আর NPR পৃথক। NRC নাগরিক পঞ্জি এবং NPR পৃথক অর্থাৎ জনসংখ্যা পঞ্জি। NPR দশ বছর আগেও হয়েছে। এটি দশ বছর অন্তর হওয়া জনগণনা। এর জন্য নাম, বাসস্থান ইত্যাদি সাধারণ তথ্যের প্রয়োজন হবে। এটি কোনো নতুন ব্যবস্থা নয়।”
আরও পড়ুন :- CAA আর NRC এর মধ্যে পার্থক্য কি? সহজ ভাষায় বুঝে নিন
অনেকের মতে NPR হলো NRC-এর প্রথম ধাপ, তাই অনেক রাজ্য সরকার জানিয়েছে যে, তাদের রাজ্যে NPR হবেনা। মঙ্গলবার এই বিভ্রান্তি দূর করতে চাইলেন জাভরেকর।