রাজ্যজুড়ে চালু হচ্ছে মিনিবাস ও ট্যাক্সি, দেখুন প্রস্তাবিত ভাড়ার তালিকা

আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে পথে নামছে বেসরকারি ও মিনি বাস। তবে বাস চলবে না কনটেন্টমেন্ট এলাকায়। বাস মিনিবাসের পাশাপাশি এবার রাস্তায় মিলবে হলুদ ট্যাক্সিও৷ সোমবার থেকে রাজ্যজুড়ে রাস্তায় মিলবে ট্যাক্সি পরিষেবা৷

ট্যাক্সিতে উঠলে ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে যাত্রীদের। আগে ট্যাক্সিতে উঠলেই ন্যুনতম ভাড়া ছিল ৩০ টাকা যা এখন হবে ৩৩ টাকা। এছাড়া মিটারে যে ভাড়া উঠুক না কেন, তার ৩০ শতাংশ বেশী ভাড়া দিতে হবে যাত্রীকে। তবে এই পরিষেবাও কনটেন্টমেন্ট জোনে চলবে না।

সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মিলবে পরিষেবা৷ সামাজিক দূরত্বের নীতি মেনেই বাসে যাত্রা করা যাবে। বাসে যাত্রা করাকালীন যাত্রীকে ফেস কভার ব্যবহার করতে হবে। বাসে যাত্রা করার ন্যুনতম ভাড়া ২৫ টাকা।

কোন কোন রুটে চলবে বাস?

12C,1, 212, 37, 80, 80A, 78, 78/1, 234, 234/1, 80B, 230, 202, 222, 210, 227, 34C, 30A, 219, 79B,91, K1, 3C/1, 47B, 215, 93, KB16, 214, 214A, DN9, 262, 40, 34B, 32, 32A, 21, 21/1, 40ABC, SD4, SD4/1

মিনিবাসের নতুন প্রস্তাবিত ভাড়ার তালিকা

  • ০ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া – ৩০ টাকা
  • ৬ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া – ৩৫ টাকা।
  • ১০ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া – ৪০ টাকা।
  • ১৬ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া – ৪৫ টাকা।

মিনিবাসের পুরোনো ভাড়ার তালিকা

  • ০ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত – ৮ টাকা
  • ৩ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত – ৯ টাকা
  • ৬ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত- ১০ টাকা
  • ১০ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত – ১১ টাকা
  • ১৬ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত – ১২ টাকা

বেসরকারি বাসের নতুন প্রস্তাবিত ভাড়ার তালিকা

  • ০ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত – ২৫ টাকা
  • ৪ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত – ৩০ টাকা
  • ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত – ৩৫ টাকা
  • ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত – ৪০ টাকা

বেসরকারি বাসের পুরোনো ভাড়ার তালিকা

  • ০ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত – ৮ টাকা
  • ৩ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত – ৯ টাকা
  • ৬ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত – ১০ টাকা
  • ১০ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত – ১১ টাকা
  • ১৬ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত – ১২ টাকা