মহার্ঘ্য বাজারে ১০০ টাকার মধ্যে সস্তায় BSNL-এর কিছু প্ল্যান

ভারতীয় টেলিকম বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতায় প্রতিটি সংস্থায় গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এসেছে বেশ কতকগুলি আকর্ষণীয় রিচার্জ প্ল্যান। কিন্তু বর্তমানে সকলেই দিনের পর দিন আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় তাদের প্ল্যানগুলির রেট বাড়ানোর দিকে নজর দিচ্ছে। আর ঠিক সেসময় বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য স্বল্পমূল্যে নিয়ে এসেছে বেশ কয়েকটি ট্যারিফ প্লান, যেগুলি রয়েছে ১০০ টাকার নিচেই। এই প্ল্যানগুলির বেশ কয়েকটিতে আপনি আনলিমিটেড কলের সাথে ডেটাও পাচ্ছেন। তা ছাড়াও রয়েছে কলরেট কমানোর প্ল্যান।

৯ টাকা : বিএসএনএলের মাত্র ৯ টাকায় রয়েছে দুটি আলাদা আলাদা প্ল্যান। একটি হলো ‘ছোটা রেট কাটার’, যেটিতে আপনি ৩০ দিনের জন্য বিএসএনএল থেকে বিএসএনএল ১৫ পয়সা এবং অন্যান্য মোবাইলে ৩৫ পয়সা রেটে কল করার সুযোগ পাবেন।

৯ টাকার দ্বিতীয় ভাউচারটি হলো ‘ফ্রিডম ছোটা ৯’, যেটিতে আপনি একদিনের জন্য আনলিমিটেড কলের সাথে ১০০ এমবি ইন্টারনেট ও ১০০ টি এসএমএসের সুবিধা পাবেন।

১৯ টাকা : এই ছোট রিচার্জে আপনি ৩০ দিনের জন্য যে কোন নেটওয়ার্কে ২০ পয়সা করে কল করার সুযোগ পাবেন। উল্লেখ্য এই রিচার্জটিতে অনেক সার্কেলে ৯০ দিন পর্যন্ত ভ্যালিডিটি দিচ্ছে।

২২ টাকা : ২২ টাকার রিচার্জে আপনি ৯০ দিনের জন্য যে কোন নেটওয়ার্কে ৩০ পয়সা করে কল করার সুযোগ পাবেন।

২৯ টাকা : ২৯ টাকার রিচার্জে আপনি ৭ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা পাচ্ছেন, পাশাপাশি পারছেন ১ জিবি ইন্টারনেট ও ১০০ টি এসএমএস।

৪৭ টাকা : ৪৭ টাকায় আপনি ৯ দিনের জন্য আনলিমিটেড কলের সুবিধা পাবেন। পাশাপাশি পাবেন ১ জিবি ইন্টারনেট।

৬১ টাকা : বিএসএনএলের ৬১ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে ২ জিবি ডেটা দেয়। এছাড়াও এই প্ল্যানে মোট ৫০০ এসএমএস পাওয়া যায়। প্ল্যানটির ভ্যালিডিটি ১৫ দিন।

৮৯ টাকা : ৮৯ টাকার প্ল্যানেরও ভ্যালিডিটি ১৫ দিন। তবে এখানে মোট ১০ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। এর সাথে আনলিমিটেড ভয়েস কল ও ৫০০ এসএমএসের সুবিধা আছে।

আরও পড়ুন :- বাড়ছে মোবাইল খরচ, তার আগেই সস্তায় রিচার্জ করুন এই প্ল্যান

৯৮ টাকা : এই রিচার্জে আপনি পাবেন ২৪ দিনের ভ্যালিডিটি, যাতে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেটের সুবিধা।

৯৯ টাকা : বিএসএনএলের এই প্ল্যানের ভ্যালিডিটি ২২ দিন। যদিও অন্যান্য প্ল্যানের মতো এখানে ডেটা ও এসএমএসের সুবিধা পাওয়া যাবে না। তবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধার পাশাপাশি কলারটোনের ফায়দা ওঠানো যাবে।