মিলবে ৮ গুণ বেশি ইন্টারনেট স্পিড, নতুন প্ল্যান চালু করল BSNL

বর্তমান সময় যেকোনও নেটওয়ার্ক কতটা জনপ্রিয় হবে তা নির্ভর করে নেটওয়ার্কের ইন্টারনেট স্পিড ওপর।সেই জায়গাতেই অন্যান্য নেটওয়ার্কের সাথে দৌড়ে পিছিয়ে পড়ছিল BSNL। এবার সেই সমস্যা সমাধানের জন্য নতুন পথ বার করলো সরকারি টেলিকম সংস্থা।সম্প্রতি কোম্পানি জানিয়েছে তাদের তরফ থেকে বাড়ানো হবে Bharat Fiber-এর FUP স্পিড,যার ফলে আগের থেকে ৮ গুণ বেশী ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

FUP স্পিড কি? এর সাথে ইন্টারনেট স্পিডের কি সম্পর্ক?

কোনও ইউজারের ইন্টারনেট প্ল্যান শেষ হলে ব্যান্ডউইদের ক্যাপিং করার জন্য ব্যাবহার করা হয় ফেয়ার ইউসেজ পলিসি (Fair Usage Policy মূলত যা সাধারণ সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেট পরিষেবা দেওয়ার পদ্ধতি থেকে সম্পূর্ন আলাদা। BSNL-এর ক্ষেত্রে FUP স্পিড Bharat Fiber Plans-এর দামের ওপর নির্ভরশীল।

সম্প্রতি Bharat Fiber-এর ৫০০ টাকার নীচে থাকা প্ল্যান গুলিকে দ্বিগুণ করেছে এই সরকারি অংস্থা।এবার ১৪৯৯ টাকার ওপরে Bharat Fiber-এর প্ল্যানগুলির FUP স্পিড ৮ গুণ বাড়াতে চলেছে BSNL। এর ফলে ৮ গুণ বেশী ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন গ্রাহকরা।তবে এর জন্য গ্রাহকদের কাছে থেকে কোনও অতিরিক্ত চার্জ নেবেনা BSNL।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এই প্ল্যান সারা দেশেই চালু হচ্ছে। পরিসংখ্যান বলছে, BSNL-এর Bharat Fiber ব্রডব্যান্ড প্ল্যানগুলি দেশ জুড়ে বিপুল জনপ্রিয়তা পাচ্ছে। BSNL আশাবাদী যে এর ফলে সংস্থার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে।প্রসঙ্গত উল্লেখ্য গত অক্টোবরে BSNL এর সাথে ৮৫০০০ নতুন ব্রডব্যান্ড সদস্য যুক্ত হয়েছে। বর্তমানে

Bharat Fiber-এর সাবস্ক্রাইবার ১০ মিলিয়ন।নতুন এই পরিষেবার পরে আরও গ্রাহক আকর্ষিত হবে বলেই আশাবাদী সংস্থা। পুরোনো এবং নতুন সব গ্রাহকদের এই পরিষেবা দেবে BSNL।

কত টাকার প্ল্যানে কত Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে?

১. আগে গ্রাহকরা BSNL Bharat Fiber কাস্টোমার ৫০০ টাকার নীচের কোনও প্ল্যানে যেখানে ১Mbps ইন্টানেটের স্পিড পেতেন সেই স্পিড এখন ২ Mbps হবে।

২. Bharat Fiber Broadband এর যে প্ল্যানগুলি  ৫০০ থেকে ৬৫০ টাকার মধ্যে ছিল সেগুলোতেও ১Mbps এর জায়গায় ২Mbps স্পিড পাবেন গ্রাহকরা।

৩. Bharat Fiber-এর ৬৫১ টাকা থেকে ৭৯৯ টাকার মধ্যের প্ল্যানগুলির স্পিড বেড়ে ৫Mbps হয়ে যাবে।

আরও পড়ুন : Jio-র ইন্টারনেট স্পিড ৩ গুণ বাড়িয়ে নিন এইভাবে

৪. ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে Bharat Fiber এর প্ল্যান গুলির স্পিড হবে ১০Mbps

৫. ১০০০ থেকে ১৪৯৯ টাকার প্ল্যান গুলিতে স্পিড পাওয়া যাবে ১৫Mbps

৬. ১৪৯৯ এর ওপরের সব প্ল্যানে স্পিড পাওয়া যাবে ২০Mbps।