গত বছর ডিসেম্বর মাসে এয়ারটেল, ভোডাফোন ও জিও একসাথে মোবাইল খরচ ৩৯% বাড়ালেও একমাত্র ভারতীয় টেলিকম সংস্থার হিসাবে বিএসএনএল কোন রকম খরচ বাড়ায় নি। তবে শেষমেষ বিএসএনএল খরচ বাড়ানোর পথে হাঁটলো জানুয়ারি মাসের মাঝ থেকে। তবে কোনও প্ল্যানের দাম রা বাড়িয়ে তারা একটু অন্য পথে হাঁটলো। বিএসএনএলের বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যানের দাম বাড়ানোর পরিবর্তে সেগুলি ভ্যালিডিটি ও ডেটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। আর এই সকল নতুন প্ল্যান কার্যকরী হচ্ছে জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে। দেখে নেওয়া যাক সেইসব পরিবর্তনগুলি।
৭৪ ও ৭৫ টাকার বিএসএনএল ভ্যালিডিটি রিচার্জে আগে যেখানে ১৮০ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত, এখন সেখানে পাওয়া যাবে ৯০ দিনের ভ্যালিডিটি।
আরও পড়ুন : বিনামূল্যে কথা বলুন যতখুশি, BSNL নিয়ে এলো নতুন পরিষেবা
অন্যদিকে ১৫৩ টাকার রিচার্জেও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ১৫৩ টাকার রিচার্জে পাওয়া যাবে ৯০ দিনের জন্য ভ্যালিডিটি। এই রিচার্জে আগে প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট, ২৫০ মিনিট করে প্রতিদিন যে কোন নেটওয়ার্কে কল, ১০০ টি করে এসএমএস পাওয়া যেত ২৮ দিনের জন্য। তবে বর্তমানে সমস্ত কিছু একই থাকলেও ডেটা কমিয়ে প্রতিদিন ১ জিবি করা হয়েছে। অর্থাৎ এই রিচার্জে ডাটা ও সিমের ভ্যালিডিটি কমানো হয়েছে।