জলের দামে BSNL-এর কয়েকটি রিচার্জ প্ল্যান

বর্তমানে ভারতীয় টেলিকম বাজারে একের পর এক টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের সামনে নতুন নতুন অফারের ডালি তুলে ধরছে। দিন দিন গ্রাহকদের এক সংস্থা থেকে অন্য সংস্থাই চলে যাওয়ার কারণে এই সকল টেলিকম সংস্থাগুলি নানান ধরনের অফার প্রদানের মাধ্যমে গ্রাহকদের নিজেদের ঝুলিতে রাখার চেষ্টা চালাচ্ছে।

আর অফারের নিরিখে অন্যান্য টেলিকম সংস্থার মত পিছিয়ে নেই ভারতের অন্যতম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL। এই রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL-এর রয়েছে একাধিক জনপ্রিয় এবং সুবিধাজনক রিচার্জ প্ল্যান। টেলি বিশেষজ্ঞদের মতামত অনুসারে যেগুলি অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় অনেক সাশ্রয়ী।

১৩ টাকা : ২ GB Data একদিনের জন্য।

৫৬ টাকা : ২ GB করে প্রতিদিন Data ১৪ দিনের জন্য।

৯৭ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ২ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১৮ দিন।

৯৮ টাকা : ২ GB করে প্রতিদিন Data ২২ দিনের জন্য। সাথে এরোস নাউ বিনামূল্যে।

৯৯ টাকা : Unlimited কল। BSNL টিউন Free। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২২ দিন।

১১৮ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ০.৫ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এছাড়াও রয়েছে BSNL টিউন Free। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন।

১৮৬ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ২ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন।

১৯৮ টাকা : ২ GB করে প্রতিদিন Data ৫৪ দিনের জন্য। সাথে BSNL টিউন ফ্রি।

৩১৯ টাকা : Unlimited কল। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৭৫ দিন।

৩৯৯ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ১ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৮০ দিন।

৪৮৫ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ১.৫ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৯০ দিন।

৫৫১ টাকা : প্রতিদিন ৫ GB করে Data ৯০ দিনের জন্য। সাথে BSNL টিউন বিনামূল্যে।

৬৬৬ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ১.৫ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১৩৪ দিন।

৯৯৭ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ৩ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এছাড়াও রয়েছে BSNL টিউন Free। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১৮০ দিন।

৯৯৮ টাকা : প্রতিদিন ৫ GB করে Data ২৭০ দিনের জন্য। সাথে BSNL টিউন বিনামূল্যে ৬০ দিনের জন্য।

৯৯৯ টাকা : Unlimited কল। সাথে BSNL টিউন Free ৬০ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৪০ দিন।

১৯৯৯ টাকা : Unlimited কলের সাথে প্রতিদিন ৩ GB করে Data। সাথে প্রতিদিন ১০০টি করে SMS। এছাড়াও রয়েছে BSNL টিউন Free ও এরোস নাউ Free ৬০ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন।