নাচতে নাচতে বিয়ে করতে এল বউ, 4G স্পিডে ভাইরাল ভিডিও

শীতকাল মানেই বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে সাধারণ মানুষ থেকে বিনোদন জগতের তারকা সকলেই মেতে উঠেছে জমজমাট আসরে। আর 4G স্পিডের দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় বিয়ের নানান ভিডিও। রোমান্টিক মুহূর্ত থেকে রীতিমতো কমেডি বিয়ে বাড়িতে সব সময় চলছে শোরগোল।

কখনো বিদায়ের সময় কাঁদছে কনে আবার কখনো বরের প্যান্ট খুলে যাচ্ছে। আর বিয়ে বাড়ি মানে সেখানে নাচ হবেনা তা তো হতেই পারে না। নিজের বিয়েতে বর কে নাচতে সবাই দেখেছে কিন্তু কখনো দেখেছেন সানগ্লাস পড়ে কনে নাচছে নিজের বিয়েত?

সম্প্রতি মহারাষ্ট্রের একটি বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জমজমাট আসরে সেজে উঠেছে গোটা বিয়ে বাড়ি। বিয়ের মন্ডপের গেট থেকে নাচতে নাচতে ঢুকছে কনে। চোখে তার সানগ্লাস। ব্যাকগ্রাউন্ডে বাজছে সানি লিওনের গান ‘মেরে সাইয়া সুপারস্টার’। হবু বউয়ের ফাটাফাটি নাচ দেখে ফ্যান হয়ে গেছে বর সহ গোটা নেটবাসী।

প্রভিন গভিত নামের এক ব্যক্তি নিজের টুইটার একাউন্টে শেয়ার করেন ভিডিওটি। ভিডিওটি প্রকাশ্যে আসার সাথে সাথে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। রিপ্লাইতে নেটিজেনরা বইয়ের নাচের প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে রীতিমতো। ইতিমধ্যেই হাজার হাজার মানুষে শেয়ার করেছে ভিডিওটি। চলুন আপনিও একবার দেখে নিন এই নববধূর নাচ।