গল্প অসম্পূর্ণ রেখেই বিদায় নিল বৌমা এক ঘর, কি কি দেখানো রইল বাকি

স্টার জলসার (Star Jalsha) বৌমা এক ঘর (Bouma Ekghor) ধারাবাহিকটি পূর্ব ঘোষণা অনুসারেই বন্ধ হয়ে গেল। গল্প অসম্পূর্ণ রেখে হঠাৎ করেই বন্ধের মুখে পড়তে হল ধারাবাহিকটিকে। প্রথমে স্লট চেঞ্জ, তারপর ধারাবাহিকের গল্পতেই ইতি টেনে দিল চ্যানেল। চ্যানেলের এই সিদ্ধান্তের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না কলাকুশলীরা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতেই হয়েছে সকলকে।

চ্যানেল যে এই ধারাবাহিকটিকে বন্ধ করে দিতে পারে তার কোনও খবর ছিল না নির্মাতাদের কাছে। যে কারণে খুব স্বাভাবিকভাবেই গল্পে অনেক কিছুই দেখানো বাকি থেকে গিয়েছে। গল্পে নানা মোড় এনে সবেমাত্র যখন ধারাবাহিকটির ভালভাবে বিস্তার হতে শুরু করেছিল ঠিক তখনই চ্যানেলের কোপের মুখে পড়ে গেল বৌমা এক ঘর। তাই দর্শকদের মনে এখন নানা প্রশ্ন ঘুরছে।

তিন মাসের মাথাতেই যেহেতু তড়িঘড়ি করে শেষ করতে হল তাই আর পাঁচটা ধারাবাহিকের মত শেষটা হল না। অন্যান্য ধারাবাহিকে যেখানে খল চরিত্রগুলিকে শেষে ভাল হতে দেখানো হয় এখানে তেমনটা হল না। রিয়া চরিত্রটি খলই থেকে গেল। অন্যদিকে ধারাবাহিকের শেষের দিকে দেখানো হয় টিয়া ভোটে দাঁড়াতে চলেছে।

টিয়া ভোটে দাঁড়ালে নিঃসন্দেহে গল্প আরও এগিয়ে যেত। কিন্তু সেখানেও বেশিদূর এগোনো সম্ভব হল না। এদিকে দর্শকরা বলছেন এত তড়িঘড়ি শেষ করাতে নায়ক-নায়িকার মিলটাও দেখানো হল না। আবার রাজুর একটা গোপন পরিচয় ছিল, সেটাও জানা হল না। তাই দর্শকদের মনে একরাশ কৌতূহল রেখেই বিদায় নিল বৌমা এক ঘর।

অয়ন আসলে রাজুর ভাই, সেই সত্যিটাও সামনে আসলো না। এখনও অনেক কিছুই এই ধারাবাহিকে দেখানো যেতে বলে মনে করছেন দর্শকরা। ধারাবাহিকটিকে অন্তত এক বছর টানলে ভালভাবেই শেষ করা যেত। এমনটাই মত তাদের। কিন্তু বৌমা এক ঘরের কপালটাই খারাপ। প্রথম থেকেই টিআরপি ভাল পায়নি এই ধারাবাহিক। আবার চ্যানেলের সিদ্ধান্তটাই সব থেকে বড় কথা।

এই ধারাবাহিক অভিনেত্রী সুস্মিতা দের কেরিয়ারের দ্বিতীয় প্রজেক্ট ছিল। জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের নায়িকা চ্যানেল বদল করতেই ফ্লপ হলেন। এতে বেশ হতাশ হয়েছেন তার ভক্তরা। শীঘ্রই আবার তাকে যেন নতুন ধারাবাহিকের সুযোগ দেওয়া হয়, এমনটাই চাইছেন তারা।