বহু সময় পর আবার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা, আসছে নতুন সিরিয়াল

গতবছর স্টার জলসার (Star Jalsha) মাধবীলতা (Madhabilata) সিরিয়াল হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। শ্রাবণী ভূঁইয়া এবং সুস্মিত মুখার্জিকে (Susmit Mukherjee) নিয়ে স্টার জলসার এই নতুন সিরিয়াল দর্শকদের থেকে সমালোচনা পেলেও টিআরপি পাচ্ছিল না। তাই তিন মাস পর্যন্ত দেখে গল্প অসমাপ্ত রেখেই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চ্যানেল। স্বভাবতই এতে মন খারাপ ছিল শ্রাবণী এবং সুস্মিতের ভক্তদের।

‘বরণ’ ধারাবাহিক থেকে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন সুস্মিত। তার এই সিরিয়ালটিরও টিআরপি আহামরি কিছু ছিল না। কিন্তু রুদ্রিকের চরিত্রে দর্শকরা তাকে সাদরে গ্রহণ করেছিলেন। ইন্দ্রানী পাল এবং সুস্মিত মুখার্জীর জুটি দর্শকরা খুবই পছন্দ করতেন। সিরিয়াল বন্ধ হয়ে গেলেও তাদের জুটি নিয়ে দর্শকরা আজও মেতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

SUSMIT MUKHERJEE

বরণ ধারাবাহিকের পর ইন্দ্রানী পাল ফিরেছিলেন নবাব নন্দিনী সিরিয়াল নিয়ে। টিআরপির অভাবে কিছুদিন আগে এই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। এদিকে মাধবীলতা সিরিয়ালটি শেষ হওয়ার পর শ্রাবণী জি বাংলার নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরলেন। সম্প্রতি শুরু হয়েছে মুকুট। স্টার জলসা ছেড়ে আবার জি বাংলাতেই ফিরে গেলেন শ্রাবণী।

এদিকে শোনা যাচ্ছে মাধবীলতার পর আবার নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন সুস্মিতও। এবার তিনি স্টার জলসার নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরতে চলেছেন। সম্প্রতি একটি ফ্যান পেজের তরফ থেকে এই খবর শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নায়ক-নায়িকা এবং সিরিয়ালের ফ্যান পেজে নতুন সিরিয়াল আসার খবর আগেই পৌঁছে যায়।

BORON SUSMIT MUKHERJEE

যদিও সোশ্যাল মিডিয়ার ওই ফ্যান পেজের খবর ছাড়া চ্যানেলের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়নি কিছুই। তবে তার নতুন সিরিয়ালের নাম জানা যায়নি। সেই সঙ্গে জানা যায়নি তিনি কোন নায়িকার বিপরীতে পর্দায় ফিরে চলেছেন সেই নায়িকার নাম। তবে দর্শকরা চাইছেন বরণ থেকে ইন্দ্রানী পালকেই আবার সুস্মিতের বিপরীতে আনা হোক। শেষমেষ এই সিরিয়ালটি কবে আসছে তার উত্তর সঠিক সময়ে মিলবে।