৮৮ বছর আগের এটাই বলিউডের সবথেকে লম্বা চুম্বন দৃশ্য, যা আজও একটি রেকর্ড

সিনেমার ক্ষেত্রে চুম্বনের দৃশ্য (Kissing Scene) বর্তমানে অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। প্রেম থাকলে চুম্বন (Kiss) থাকবেই।তবে বলিউডে কয়েকটা ছবির চুম্বন দৃশ্য (Bollywood Kissing Scene) দর্শকদের মনে লেগে আছে। এর মধ্যে ‘কুলি নম্বর ওয়ান’ যেমন আছে তেমনই নিঃসন্দেহে আছে “রাজা হিন্দুস্তানি”।পাশাপাশি “পিকে”, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ধুম টু’, ‘এ দিল হ্যায় মুশকিল’ ইত্যাদি ছবিগুলোও।

মনে করা হয়, একবিংশ শতকে এসেই বলিউডের সিনেমায় বা ওয়েব সিরিজে চুম্বনের দৃশ্য বেশী ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন, বলিউডের ইতিহাসে সবথেকে বড় চুম্বনের দৃশ্যটি ছিল ৮৮ বছর আগের ছবিতে?

   

অবাক লাগলেও এটাই সত্যি।ছবির নাম ‘কর্মা’।ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৩৩ সালে।এই চুম্বনের দৃশ্যটি ছিল ৮ মিনিট দীর্ঘ্য। সেই সময় এরকম একটি দৃশ্যে অভিনয়ের জন্য অত্যন্ত সাহসের প্রয়োজন ছিল।এই দৃশ্যতে অভিনয় করেছিলেন দেবীকা রানি এবং হিমাংশু রাই।তবে রিল লাইফ ছাড়াও রিয়েল লাইফেও তারা অত্যন্ত ঘনিষ্ট ছিলেন।

আরও পড়ুন : মধুচক্র ও দেহব্যবসার সঙ্গে জড়িত বলিউডের এই ৫ অভিনেত্রী

ছবিটি প্রথমে অন্য ভাষায় মুক্তি পায় এবং পড়ে সেটি হিন্দিতেও মুক্তি পায়।সেই সময় ছবিটির নাম ছিল ‘নাগন কি রাগিনী’। এখনও বলিউডের অন্য কোনও চুম্বনের দৃশ্য এই দৃশ্যটিকে টেক্কা দিতে পারেনি। বলিউড ইন্ডাস্ট্রিতে রেকর্ড তৈরি করেছিল এই দৃশ্যটি।

আরও পড়ুন : চুমু কত প্রকার ও কি কি, কোথায় কিস করলে কি হয়